আবির দত্ত, সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা : কুলতলিতে (Kultali) হোম গার্ডের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হল ৭ বছরের এক শিশু ও ১৪ বছরের এক কিশোরী। অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) পার্ক সার্কাস ট্রাফিক গার্ডে (Traffic Guard) কর্মরত ওই হোম গার্ড। অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ (Kultali Police Station)। 


মত্ত হোম গার্ড, দুর্ঘটনা


পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে পুলিশ। এরইমধ্যে, কলকাতা পুলিশের হোম গার্ডের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল ৭ বছরের শিশু ও ১৪ বছরের কিশোরী। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলিতে। পুলিশ সূত্রে খবর, প্রশান্ত দে নামে এই হোম গার্ড বর্তমানে পার্ক সার্কাস ট্রাফিক গার্ডে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় অত্য়ন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত। 


গুরুতর জখম ২


রবিবার বিকেল, ঘড়ির কাঁটা সাড়ে ৫টা। কুলতলির কুন্দঘাট এলাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই শিশু ও কিশোরীকে সজোরে ধাক্কা মেরে, নয়ানজুলিতে পড়ে যায় পুলিশের স্টিকার লাগানো, হোম গার্ডের গাড়িটি। গুরুতর জখম হয় শিশু ও কিশোরী ২ জনই। পুলিশ সূত্রে খবর, রবিবার জরুরি কারণ দেখিয়ে কাজে যাননি অভিযুক্ত। প্রশান্ত দে নামে এই হোর্মগার্ডকে গ্রেফতার করেছে পুলিশ ।


আরও পড়ুন- ফল বিক্রির বকেয়া টাকা চেয়ে জুটল মার ! মাটিতে ফেলে মত্তদের বেধড়ক মারধর ব্যবসায়ীকে


'মওত কা কুঁয়া' বা মরণকূপ-খেলায় (Well Of Death) বিপত্তি (Accident) ঘটায় জখম এক শিশু-সহ ন'জন। এঁদের মধ্যে তিনজন ভর্তি আসানসোল (Asansol District Hospital) জেলা হাসপাতালে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সালানপুর থানার মুক্তাইচন্ডি মেলায়। এই ধরনের ঘটনার পর স্বাভাবিক ভাবেই পরিস্থিতি থমথমে হয়ে যায়। মুক্তাইচন্ডি মেলার অন্যতম আকর্ষণ ছিল এই 'মওত কা কুঁয়া।' কুয়োয় বাইকের কারসাজি দেখাতেন চালক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবারও তেমনই চলছিল। হঠাৎ ছন্দপতন। বাইকচালক গাড়ি চালাতে চালাতে দ্রুত উপরের দিকে উঠে আসছিলেন। এক সময়ে তিনি দর্শকদের কাছে এসে দু'হাত ছেড়ে তাঁদের সঙ্গে করমর্দন করতে যান। তখনই বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক কুয়োর মধ্যে পড়ে যান। আর বাইকটি ছিটকে চলে আসে দর্শকদের অনেকের উপর। পুলিশ ও মেলা উদ্যোক্তাদের তৎপরতায় জখমদের  তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। বন্ধ করে দেওয়া হয় নাগরদোলা ও 'মওত কা কুঁয়া'-র শো ।