রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এবার দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কনভয়। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিধায়কের কনভয়ের সামনে হঠাৎ অন্য একটি গাড়ি। পাইলট কার হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় পিছনে থাকা বিধায়কের গাড়ির ধাক্কা। ২টি গাড়ির ধাক্কায় ২ চালক আহত, অক্ষত তৃণমূল বিধায়ক জাকির হোসেন।
তদন্ত চান জাকির:
কীভাবে কনভয়ের সামনে অন্য গাড়ি? তদন্ত চান প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। সাগরদিঘি উপনির্বাচনের প্রচার সেরে ফেরার সময় দুর্ঘটনায় বিধায়কের কনভয়।
এর আগে ২০২১ সালে একবার বোমা হামলায় গুরুতর জখম হয়েছিলেন জাকির হোসেন। তখন তিনি শ্রম দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখেই আক্রান্ত হয়েছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী। প্রথমে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। কলকাতা ফেরার জন্য ট্রেন ধরতে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তখনই মন্ত্রীকে লক্ষ্য করে বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতী। গুরুতর জখম হন মন্ত্রী ও তাঁর কয়েকজন সঙ্গী।কিন্তু কেন আক্রান্ত হলেন একজন মন্ত্রী? হামলার নেপথ্যে কারা? তৃণমূল সূত্রে দাবি, জেলায় গরু পাচারকারীদের দৌরাত্ম্যের প্রতিবাদে রাজ্য সরকারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন মন্ত্রী। এ নিয়ে এলাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে তঁর বিবাদও ছিল। যার ফলে দীর্ঘদিন ধরেই টার্গেট ছিলেন জাকির হোসেন। পাশাপাশি, দলের একাংশের সঙ্গে তাঁর দূরত্ব ছিল বলেও দাবি অনুগামীদের। আক্রান্ত হতে পারেন বলে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগও দায়ের করেন জাকির হোসেন।
সম্প্রতি আয়কর দফতরের হানা:
সম্প্রতি জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানার হানা দিয়েছিল আয়কর দফতর। সেই ঘটনায় জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার হয়েছিল কয়েকর কোটি টাকা। সেই টাকা কোথা থেকে এল তা জানতে জাকির হোসেনকে পরে জিজ্ঞাসাবাদও করা হয়।
প্রাক্তন মন্ত্রী বলেছিলেন, 'শ্রমিক ও আমার স্ত্রী-ছেলের যৎসামান্য টাকা বাড়ি থেকে পেয়েছে আয়কর দফতর। চালকলে চাষিদের কাছ থেকে নগদে ধান কেনার টাকা রাখা ছিল, সেটাই বাজেয়াপ্ত করেছে। এভাবে চললে ব্য়বসা বন্ধ করে দিতে হবে।' ওই ঘটনায় দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'জাকির বিড়ি শিল্পপতি, ২০ হাজার বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে? কতজন বিড়ি শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ? কতজন চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? খালি আধার দাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও, ক্যা দাও, এনআরসি দাও, এই করছে।'
আরও পড়ুন: সিপিএমের সঙ্গে জোটে না জেলা কংগ্রেসের, জানানো হল কারণও