বিশ্বজিৎ দাস, খড়্গপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা। পিক আপ ভ্যান পিছোতে গিয়ে ধাক্কা মারে কয়েকজন বালক, বালিকাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার। গুরুতর আহত অবস্থায় এক বালককে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বালকের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার হাসপাতালে রেফার করেন।


আজ সকালে খড়গপুর টাউন থানার চিলখানা এলাকায় ওই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পিকআপ ভানের চালক পলাতক। 


কয়েকদিন আগেই নদিয়ার ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক বালিকার। তার বয়স ৯ বছর। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল একটি বেসরকারি বাস। ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায় বাসটি। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। যাত্রীদের দাবি, দ্রুতগতিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক ও কন্ডাক্টর। তাঁদের খোঁজ করছে পুলিশ। 


গত বৃহস্পতিবার হাওড়ার ধূলাগড়ে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে আহত হন ৬ জন যাত্রী। এরপরই বাস দু’টিতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। ভাইরাল হয় এই ভিডিও। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ধূলাগড়ের সন্ধিপুরে যাত্রী তোলার সময় ধর্মতলাগামী বেসরকারি বাসকে পিছন থেকে ধাক্কা মারে নিউটাউনগামী আরেকটি বেসরকারি বাস। বাস দু’টিকে বাজেয়াপ্ত করা হলেও দুই চালক পলাতক বলে পুলিশ সূত্রে খবর। 


কয়েকদিন আগে কাজে যাওয়ার পথে মিনিডোরের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার। সকাল সাড়ে ৭টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই মহিলাই রামনগরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন দুই মহিলা। মিনিডোরের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরেক মহিলার। মিনিডোরের চালক পলাতক, খালাসি আটক।