অমিত জানা, নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর) : খোদ প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির (Electricity Theft) অভিযোগ ! তৃণমূলের প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে এফআইআরও (FIR) দায়ের হয়েছে থানায়। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড় (Narayangarh) ব্লকের ১ নম্বর মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেন্দ্রনাথ দোলাইয়ের বিরুদ্ধে নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দফতর। ঘটনার জেরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।


সূত্রের খবর, প্রধান যোগেন্দ্রনাথ দোলাইয়ের একটি মিনি ডিপ-টিউবওয়েল রয়েছে। চাষের কাজের জন্য তা বিদ্যুৎ চুরি করে চালানো হচ্ছে বলে অভিযোগ পান বিদ্যুৎ দফতরের কর্মীরা। সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে বিদ্যুৎ দফতরের কর্মীরা দেখেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করা রয়েছে। বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুতের তার, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, তার খুলে সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করেন তাঁরা। এরপর নারায়ণগড় থানায় প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।


যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন প্রধান। মকরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেন্দ্রনাথ দোলাই বলেন,"আমার এই ধরনের অভিযোগ জানা নেই। আমি গ্রাম পঞ্চায়েতের কাজে ব্যস্ত থাকায় আমার মিনি ডিপটিউবওয়েলটি দীর্ঘদিন ধরে একজনকে চুক্তিতে দিয়ে দিয়েছি। বিরোধীদের কাজ বিরোধিতা করা।"


বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী বলেন, তৃণমূলের দলটাই চোরেদের, কাটমানিখোর লুটেরা দল। এটাই এদের স্বভাব। মহাসচিব থেকে মন্ত্রীরা জেলে চুরির দায়ে। এরা তো বাদ যাবে না! কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই চুরির স্বভাব ছাড়তে পারছে না। এই অভিযোগ বিদ্যুৎ দফতর করছে, কোনও বিরোধী কেউ করছে না। প্রশাসন সোজা করলে পুরো তৃণমূল দলটাই জেলে চলে যাবে।


এপ্রসঙ্গে বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ম্যানেজার গৌতম রায় বলেন, বিদ্যুৎ চুরির অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়। এর পাশাপাশি বিভিন্ন সময়ে আমাদের অভিযান চলে। তার ভিত্তিতে এফআইআর করা হয়। এক্ষেত্রেও রেড করার সময়ই তা পাওয়া যায়। আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ হবে। 


প্রসঙ্গত, প্রায়ই বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চুরির মতো ঘটনা ঘটে। গত বছর বিদ্য়ুৎ চুরির (Electricity Theft) প্রতিবাদ জানানোয় আক্রান্ত হন এক যুবক। তাঁকে গুলি করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তাতে সুবিধা করতে না পেরে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়।


উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নারকেলডাঙার (Narkeldanga News) সেকেন্ড লেনের কসাই বস্তি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা নাগাদ মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিমের। অভিযুক্ত এলাকারই যুবক মহম্মদ শাহিদ। 


আরও পড়ুন ; বিদ্যুৎ চুরি নিয়ে নালিশ CESC-র কাছে, নারকেলডাঙায় হামলা প্রতিবাদী যুবকের উপর, প্রাণের বাঁচলেন অল্পের জন্য