ঘাটাল: জনসংযোগ কর্মসূচিতে চলাকালীন দিনভর বিশৃঙ্খলার খবর সামনে এসেছে (TMC)। এমনকি রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। সেই আবহেই 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলাকালীন কড়া অবস্থান নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ব্লক সভাপতির কাছে নালিশ জানাতে গিয়ে সাসপেন্ড হলেন তৃণমূলের বুথ সভাপতি। প্রকাশ্যে তাঁকে তিরস্কারও করলেন অভিষেক।


বুধবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) ঘাটালে (Ghatal News)  'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে। সেখানে অভিষেকের কনভয় আটকে ব্লক সভাপতির বিরুদ্ধে নালিশ জানাতে যান তৃণমূলেরই স্থানীয় বুথ সভাপতি শেখ সুলেমান। অভিষেকের কনভয় আটকে ব্লক সভাপতিকে সরানোর দাবি জানান তিনি। স্লোগানও শোনা যায় তাঁর গলায়।  তাতে ঘটনাস্থলেই সুলেমানকে সাসপেন্ড করতে নির্দেশ দেন অভিষেক। দলের আরও দুই নেতাকে শোকজ করেন তিনি। 


ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, জানলা দিয়ে মুখ বাড়িয়ে অভিযোগকারীর সঙ্গে কথা বলছেন অভিষেক। প্রথমে তাঁর কথা বেশ খানিক ক্ষণ ধরে শোনান তিনি। অভিযোগকারী সুলেমান জানান, ব্লক সভাপতি তাঁকে গুরুত্ব দিচ্ছেন না। এর পাল্টা অভিষেক জানান, গুরুত্ব না দিলে বৈঠকে তাঁকে ডাকবেন কেন ব্লক সভাপতি! তার পরও গাঁইগুঁই করতে থাকেন ওই ব্যক্তি। তাতেই ক্ষোভ উগরে দেন অভিষেক। 


আরও পড়ুন: Abhishek Banerjee Rally : অভিষেকের নবজোয়ারে রক্ষীদের ধাক্কা, আহত খোদ মন্ত্রীই !


গাড়িতে বসেই, জানলা দিয়ে মুখ বাড়িয়ে সুলেমানকে কার্যত ধমক দেন অভিষেক। বলেন, "আপনাকে গুরুত্ব না দিলে মিটিংয়ে ডাকবে কেন? রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছেন? দল করতে হবে না আপনাকে। বসে যান। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলছি আপনাকে।"


এ দিন 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলাকালীন দিনভরই বিশৃঙ্খলার ছবি সামনে আসে। কাঁথির মুকুন্দপুরে কর্মসূচি চলাকালীন তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। অভিষেকের রক্ষীদের কাছে ধাক্কা খেতে হয় খোদ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে। ধাক্কা দিয়ে অখিলকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে অখিল আহতও হন বলে জানা যায়। এর পরই ঘাটালে কনভয় আটকানোয় রুষ্ট হন অভিষেক। 


যদিও অভিষেকের রক্ষীদের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ অখিল। তিনি বলেন, "ছোট রাস্তা। প্রচুর মানুষ জমা হয়েছিলেন। তাতেই ঠেলাঠেলি হয়। কেউ ধাক্কা দেয়নি। ছোট রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কর্মীদের সরাতে গিয়েই মাঝে পড়ে গিয়েছিলাম আমি। তার বাইরে কিছু নয়।" কোনও গন্ডগোল হয়নি বলেও দাবি অখিলের। তবে অখিল গন্ডগোল হয়নি বলে দাবি করলেও, এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের নিরাপত্তারক্ষীরা বাড়াবাড়ি করছেন বলে দাবি তাঁর।