বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: চেয়ারম্যান শপথ নিয়েছেন মাস খানেক আগে। তারপরে এখনও গঠন করা হয়নি পুরবোর্ড। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভায়। পুরসভায় বিরোধী কাউন্সিলরদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা হয়েছে। পুর পারিষদদের নাম ঘোষণা না হওয়ায়, হোঁচট খাচ্ছে হচ্ছে পুর পরিষেবা। গোটা বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


কোথায় দাঁড়িয়ে সমস্যা?
খড়গপুর পুরসভা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ওই কেন্দ্রের সাংসদ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর বিধানসভা কেন্দ্রও বিজেপির দখলে। কিন্তু সেই গেরুয়া গড়ে উলটপুরাণ ঘটেছে পুরভোটে। এবারের পুরসভা ভোটে একচেটিয়া দাপট দেখিয়ে খড়্গপুর পুরসভা জিতে নিয়েছে তৃণমূল। তারপর গত ১৬ মার্চ খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদে প্রদীপ সরকার ও ভাইস চেয়ারম্যান পদে তৈমুর আলি খান শপথ নিয়েছেন। কিন্তু এপ্রিলের প্রায় শেষে এসেও পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন করা হয়নি। ১৬ মার্চের পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত একজন পুর পারিষদের নামও ঘোষণা করে উঠতে পারেনি তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভা।


বিরোধীদের দাবি:
বিরোধী কাউন্সিলরদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই, পুর পারিষদদের নাম ঘোষণা না হওয়ায়, ব্যাহত হচ্ছে পরিষেবা। 
খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহারা বলেন, 'নানা সমস্যা আছে। জলের সমস্যা আছে। সাফাইয়েরও সমস্যা আছে। চেয়ারম্যান কাউন্সিল থাকাটা খুবই দরকার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই সেটা তৈরি হচ্ছে না।'
খড়গপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিষ্ণুবাহাদুর কামী বলেন, 'মিউনিসিপালিটি অ্যাক্ট অনুযায়ী চেয়ারম্যান হওয়ার এক মাসের মধ্যে সিআইসি গঠন হওয়া উচিত। এখনো পর্যন্ত হয়নি এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই সিআইসি হতে দেরি।'


কটাক্ষ সাংসদেরও:
মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট। কেউ কাউকে বিশ্বাস করছে না। কে কখন পার্টি ছেড়ে চলে যাবে, বোর্ড ভেঙে যাবে। এই ভয়ে ডিসিশন নিতে পারছে না। বোর্ড চলবে কি করে যদি নিজের লোকদের বিশ্বাস করতে না পারে।'


অভিযোগ অস্বীকার তৃণমূলের:
পশ্চিম মেদিনীপুর তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'তৃণমূল শৃঙ্খলাবদ্ধ পার্টি। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সিআইসি এখনও করা হয়নি। দলের কাছে জমা আছে। দল সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে।'


আরও পড়ুন: তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকারের