ঝাড়গ্রাম: ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহারের অভিযোগ তুলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার ঝাড়গ্রামে এই নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  


কী বলেছেন মমতা:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এঁরা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত, উন্নয়নে নজর নেই। বিজেপির চোখ মাটিতে নেই, আকাশে রয়েছে। ছোট ছোট ভুল হলেও সিবিআই-ইডি দিয়ে তদন্ত করছে।'


উঠে এসেছে অর্পিতা প্রসঙ্গও:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অর্পিতার ফ্ল্যাট থেকে কারও দলিল মিললে তাঁকে গ্রেফতার করা হল। কিন্তু দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকে বিজেপি নেতার বাড়ির দলিল মিলেছে। তাঁর বিরুদ্ধে কেন তদন্ত হবে না?'


বিদ্যুতের মিটার বক্সের নাম পাল্টাতে প্রসন্নকে দলিল দিয়েছিলেন, দাবি দিলীপ ঘোষের


স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। তা নিয়ে একদিন আগেই পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে, দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। বুধবার সেই একই সুর শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতার মুখেও সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে, এবিপি আনন্দের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "ফ্ল্যাট কিনেছি পয়সা দিয়ে। তার জন্য ঋণ নিয়েছি। বিদ্যুতের মিটার বক্সের নাম পরিবর্তন করতে হবে। ও যেহেতু সোসাইটির ইনচার্জ, তাই ওকে দলিলের কপি দিয়েছি। এর মধ্যে কোনও লুকনোর ব্যাপার নেই। সিআইডি তো বসে রয়েছে! দম থাকলে তদন্ত করাক! আমি ওদের মতো নই, যে পার্থ চুরি করে ধরা পড়ল, বলে দিলাম, ও আমাদের নয়।"


তোপ অভিষেকেরও:
এই প্রসঙ্গে বলতে গিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।’’নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। পাল্টা দিলীপ ঘোষের নাম নিয়ে এবার সুর চড়াচ্ছে তৃণমূল।

অন্য প্রসঙ্গে কেন্দ্রকেও নিশানা মমতার:
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাজ্য থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিজেপি ব্যস্ত নির্বাচন আর কুকথা নিয়ে, উন্নয়নে নজর নেই’  .আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


আরও পড়ুন: অবৈধভাবে চাকরি পাওয়াদের এবার জিজ্ঞাসাবাদ করবে CBI, কারা কারা প্রশ্নের মুখে?