ঘাটাল : জল্পনা বাড়িয়ে হঠাৎ ৩টি কমিটি থেকে পদত্যাগ করেছেন দেব। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দিয়েছেন। এছাড়া ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছেড়ে দিয়েছেন দেব। আর তার পরেই শুরু রাজনৈতিক জলঘোলা। এবার পথে নামল বিজেপি। এর পাশাপাশি দেবকে তীব্র আক্রমণ করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, দুর্নীতি ঢাকতে একটার পর একটা সরকারি পদ থেকে উনি সরে আসছেন।
কেন হঠাৎ ৩টি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদ পদত্যাগ করলেন ? এখনও পর্যন্ত ৩টি কমিটি থেকে ইস্তফা নিয়ে মেলেনি দেবের কোনও প্রতিক্রিয়া । দেবের পাঠানো ৩টি পদত্যাগ এসেছে বলে জানানো হয়েছে জেলা শাসকের দফতর সূত্রে। কাজের চাপে সময় দিতে না পারায় দেব ইস্তফা দিয়েছেন বলে দাবি করা হয়েছে দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে। যদিও এই ইস্যুতে আজ পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে শীতল কপাটের নেতৃত্বে পোস্টার হাতে মিছিল করে বিজেপি।
বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "এই কয়েক বছর যে সাংসদ হয়েছেন, শুধু উন্নয়নের নাম করে জনগণের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন। সে গরু চুরি হোক বা আবাস যোজনার কাটমানি এবং আরও অনেক কিছু আছে। সেজন্য আমরা বারেবারে বলেছি, এখনও বলছি, উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়ে গেছেন। সেই দুর্নীতিকে ঢাকার জন্যই আজকে উনি একটার পর একটা সরকারি পদ থেকে সরে আসছেন। কারণ, উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন, বিজেপি ক্ষমতা আসতে চলেছে। আর বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের যে সব নেতা-মন্ত্রী-সাংসদ দুর্নীতি করতেন, তাঁদের বিরুদ্ধে আবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ ক্ষমা পাবেন না। সেইজন্য উনি আগে থেকে সরে আসার চেষ্টা করছেন। "
একইভাবে বিজেপি-র অপর এক বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, "ঘাটালে শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে ওঁর। টেবিল ছোড়াছুড়ি হয়েছে, মারামারি হয়েছে। ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যে কী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ! এর একটাই কারণ, কে কত কাটমানি পাবে, কে কত কমিশন পাবে। সাধুবাদ জানাই, ১০ বছর পর বোধোদয় বল যে রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। উনি অত্যন্ত ভাল অভিনেতা। বার বার বলেছি, ওঁর কাজ অভিনয় করা। অভিনয়. করতে করতে রাজনীতির নাম করে, পাঁচ বছরে একবার ভোট চাইতে আসব, তার পর জিতে গিয়ে আর আসব না, সংসদে যাব না। এটা কাজের কথা নয়। এই বোধোদয় আগে হলে ঘাটালের উন্নতি হতো।"