সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : পুরভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য সমীক্ষা চালাচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক ? মেদিনীপুরের (Medinipur) তৃণমূল নেতা ও প্রাক্তন ভাইস চেয়ারম্যানের মন্তব্য উসকে দিয়েছে সেই জল্পনা। টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করছে তৃণমূল (TMC)। এই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।
২১-এর বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের। এবার কি পুরভোটেও তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য সমীক্ষা চালাচ্ছে পিকে-র সংস্থা আইপ্যাক? মেদিনীপুরের তৃণমূল নেতার মন্তব্যে উস্কে গিয়েছে সেই জল্পনা।
আরও পড়ুন ; "বহিরাগত প্রার্থী মানব না", বর্ধমানে ২১ নম্বর ওয়ার্ডে ব্যানার ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মেদিনীপুর পুরসভা প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা জিতেন্দ্রনাথ দাস বলেন, শুনলাম আইপ্যাক একটা সার্ভে করছে। গায়ে মাখে, না পেটে খায়, আমাদের জানা নেই। তারা তাদের মতো করে এলাকায় এলাকায় খোঁজখবর নিচ্ছে। দল হয়তো আইপ্যাককে দিয়ে করাচ্ছে। নিশ্চিতভাবে তারা সঠিক তথ্য দেবে। তার ভিত্তিতে দল মনোনয়ন দেবে।
রাজ্যে শতাধিক বকেয়া পুরভোট, ২৭ ফেব্রুয়ারি করাতে চেয়ে ইতিমধ্যেই আদালতে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশান্ত কিশোরের সংস্থার করা সার্ভের বিষয়টি সামনে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি সমিত কুমার মণ্ডল বলেন, বাইরে থেকে ভাড়া করা সংস্থাকে দিয়ে সার্ভে করা হচ্ছে। যে বেশি টাকা দেবে সেই তৃণমূল প্রার্থী হবে।
গত বিধানসভা নির্বাচন থেকে কলকাতা পুরভোট, বিজেপির অন্দরেও উঠেছে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ। সেই প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, টাকা দিয়ে প্রার্থী করার কালচার বিজেপির, তৃণমূলের না। বিজেপির একাধিক নেতা নেত্রী এ বিষয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেv। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২৫ ওয়ার্ডের মেদিনীপুর পুরসভায় ২০১৩ সালের পুরভোটে জয়ী হয়েছিল তৃণমূল। বোর্ডের মেয়াদ শেষের পর বর্তমানে প্রশাসক বসিয়ে কাজ চলছে। অন্যদিকে ২০১৯-এর লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলের নিরিখে এখানে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু গত বিধানসভা ভোটে অঙ্ক পাল্টে গিয়ে আবার এগিয়ে গিয়েছে রাজ্যের শাসকদল।
এবার বাজিমাত করবে কে? জানা যাবে ভোটের ফলপ্রকাশের পরই!
Education Loan Information:
Calculate Education Loan EMI