বিশ্বজিৎ দাস , পশ্চিম মেদিনীপুর: রেললাইনে পড়ে রয়েছে। সামনে ধেয়ে আসছে মালগাড়ি। জীবনের আশা হয়তো একেবারেই ছেড়ে দিয়েছিলেন ওই ব্য়ক্তি। কিন্তু বিধি সহায়। ওই পরিস্থিতিতে তাঁকে দেখতে পান এক রেলকর্মী। তৎক্ষণাত এক দৌড়, লাইনে নেমে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে টেনে নিয়ে লাইনের বাইরে আনলেন ওই রেলকর্মী। পাশ দিয়ে রেল লাইন কাঁপিয়ে বেরিয়ে গেল মালগাড়ি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়্গপুর ডিভিশনের বালিচক স্টেশনে।   


কী ঘটেছিল:
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা। বালিচক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল হাওড়া (Howrah) থেকে খড়গপুরগামী একটি মালগাড়ি। সেই সময়েই প্রতিদিনের মতো মালগাড়িকে সিগনাল দিতে প্ল্যাটফর্মে এসেছিলেন পয়েন্টস্ ম্যান এইচ সতীশ কুমার (H Sathish Kumar)। তখনই তিনি দেখেন ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, তখন হঠাত্‍ তাঁর চোখে পড়ে ওই লাইনে পড়ে আছেন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই ব্যক্তি প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছিল মালগাড়ি। কয়েক মুহূর্তের ব্যবধানে যা খুশি ঘটতে পারত। কিন্তু ওই পরিস্থিতি দেখেও মাথা ঠান্ডা রেখেছিলেন পয়েন্টস্ ম্যান এইচ সতীশ কুমার। নিজের জীবন বাজি রেখে এক দৌড়ে নেমে গেলেন রেললাইনে। প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনে নেমে যাত্রীকে সরিয়ে নিয়ে যান নিরাপদ দূরত্বে। ওই রেলকর্মীর তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই যাত্রী। রেল সূত্রের খবর, কোনওভাবে পা পিছনে রেল লাইনে পড়ে যেতে পারেন ওই যাত্রী। 


পুরস্কৃত হবেন রেলকর্মী:
দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার বলেন, 'বালিচকে এমন একটি ঘটনা ঘটেছে। সিগনাল দিয়েছিলেন পয়েন্টস্ ম্যান। তখব তিনি দেখেন একজন লাইনে পড়ে গিয়েছেন। প্রাণের পরোয়া না করে ওই ব্যক্তিকে বাঁচিয়েছেন তিনি।' এই সাহসিকতার জন্য সতীশকে পুরস্কৃত করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। 


এমন সাহসিকতার ছবি ভারতের নানা জায়গায় দেখা গিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রে জীবনের ঝুঁকি নিয়ে এক যাত্রীকে বাঁচিয়েছিলেন রেল নিরাপত্তা কর্মী। এবার এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরেও। 


আরও পড়ুন: ৬ বছর পর বাড়ি ফিরল অভিযুক্ত, পুলিশে খবর দিতেই গায়ে আগুন