কলকাতা: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আপনার মস্তিষ্ককে (Brain) এমন কিছু ভ্রম তৈরি করে যা আদতে অস্তিত্বহীন। এটি এমন এক ধরনের ব্রেন গেম যা আপনাকে এমন জিনিসগুলি দেখতে দেয় যা বাস্তবে সেখানে নেই। আজকের অপটিক্যাল ইলিউশন ইমেজের একটি উদাহরণ রয়েছে তেমন ঘটনার। এই ছবি থেকে তিনজনের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিকে খুঁজে বের করতে হবে।
যা দেখতে সহজ হলেও মোটেও সহজ নয়। চোখে ধাঁধা লাগতে বাধ্য এই ছবি দেখলে। যদিও মনোবিজ্ঞানে এই ধরনের ছবিকে প্রাধান্য দেওয়া হয়। মস্তিষ্ক কিংবা চোখের দৃষ্টিশক্তি, পর্যবেক্ষণের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে অনেকটাই।
এবার এই অপটিকাল ইলিউশন ইমেজটি দেখুন ভাল করে। এই তিন ব্যক্তির মধ্যে কে আসলেই লম্বা? এই ছবিটি নিয়ে যখন সমীক্ষা করা হয়েছিল সেই সময় সঠিক উত্তর দিতে ৯০ শতাংশই পাস করতে পারেনি। যে উত্তরগুলি এসেছে এর মধ্যে বেশিরভাগই বলছে যে ডানদিকে দাঁড়িয়ে থাকা শেষ লোকটিকে সবচেয়ে লম্বা বলে মনে করছে তাঁরা। আপনিও কি সেটাই ভেবেছেন কিংবা দেখছেন?
আরও পড়ুন, কতগুলি প্রাণী রয়েছে এই ছবিতে? দেখুন তো কত দ্রুত উত্তর দিতে পারেন আপনি!
এক্ষেত্রে অপটিকাল ইলিউশনের জন্য আপনার মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে যে প্রথম মানুষটি একজন অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের, দাঁড়িয়ে থাকা দ্বিতীয় মানুষটি তার থেকে একটু লম্বা এবং তৃতীয় মানুষটি সবচেয়ে লম্বা। তবে আসল উত্তর হল কেউই কারও থেকে লম্বা নয়। বরং সকলেই একই উচ্চতার। এক্ষেত্রে জ্যামিতিক আকারের ব্যাকগ্রাউন্ডের জন্য এই দৃষ্টিভ্রম হচ্ছে।
সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া অপটিকাল ইলিউশন (Optical Illusion) এর ছবির মধ্যেই লুকিয়ে থাকে অনেক কিছু। আপনার মন (Mind) সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে হলে ভাল করে দেখুন এই ছবি। আসলে এই ধরনের ছবি পরীক্ষা নেয় মানুষের মস্তিষ্কের, এমনকি মনেরও। আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা এবং চরিত্রের দিক থেকেও আমারা আলাদা হই অপরের থেকে। সেই বিষয়টি এই ছবি থেকে বুঝতে পারা যায়।