মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর (পশ্চিম বর্ধমান): রবিবার পাণ্ডবেশ্বরে (Pandabeswar) বিজেপি নেতার (BJP Leader) গাড়িতে হামলার অভিযোগ উঠল। বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের (Jiten Chatterjee) গাড়িতে গুলি করার অভিযোগ। দু’রাউন্ড গুলি চালিয়ে পালায় দুই দুষ্কৃতী। এমনটাই অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। গুলি গাড়ির কাচ ভেদ করে বেরিয়ে যায় বলে দাবি বিজেপি নেতার।


আর কী কী তথ্য উঠে আসছেে?


গাড়ির উইন্ড স্ক্রিন (wind screen) ভেদ করে গেছে গুলি। স্পষ্ট ছবিতে। পাণ্ডবেশ্বরের বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের বাড়ি কুমারডিহিতে। তাঁর অভিযোগ সারাদিন কাজ সেরে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দু'জন বাইকে করে এসে তাঁর গাড়ি আটকে দাঁড়ায়। গাড়ি লক্ষ্য করে তারাই গুলি চালায় বলে অভিযোগ। 


জিতেন বাবু অভিযোগ দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি চালায় যার একটি তাঁর গাড়ির কাচে লাগে। এরপরই একজন ওই বাইক চালিয়ে পালিয়ে যায়। অপরজন বাইক থেকে নেমে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তাঁর। 


ঘটনায় বেশ আতঙ্কিত জিতেন চট্টোপাধ্যায়। এরপর নিকটবর্তী অন্ডাল থানার অন্তর্গত ওখরা পুলিশ ফাঁড়িতে যান তিনি। যে এলাকায় ঘটনা তা ওই থানার অধীনে পড়ে না ফলে তারা অভিযোগ নেয়নি। পাণ্ডবেশ্বর থানাতেই অভিযোগ দায়ের করবেন ওই নেতা বলে জানা যাচ্ছে। 


আরও পড়ুন: Visva Bharati University News : ছাত্রের বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক


আর মাত্র ১ দিন পরই আসানসোল (Asansol) উপনির্বাচন। সেখানে পাণ্ডবেশ্বর বিধানসভা বেশ স্পর্শকাতর কেন্দ্র। তবে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফ থেকে বলা হয়েছে যে তাদের কেউ এই কাজের সঙ্গে জড়িত নয়। তারাও চাইছে পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করুক। পাশাপাশি তাদের এও দাবি, যে পুরোটাই বিজেপির সাজানো ঘটনা। 'বিজেপি নিজেরাই এগুলো করছে,' মত পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতির।