অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: কুয়োয় পড়ে গেল হস্তি শাবক (Elephant Calf)। ঘটনা পশ্চিম মেদিনীপুরের (Pashchim Medinipur) শালবনির (Salboni)। সেখানে রাতের অন্ধকারে চাষের জন্য কেটে রাখা কুয়োর মধ্যে পড়ে যায় একটি হস্তি শাবক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন গ্রামবাসীরা। হাত লাগান বনকর্মীরাও। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে উদ্ধার করা হয় হস্তি শাবকটিকে।


রবিবার রাতে শালবনির পিড়াকাটা রেঞ্জের মুশিনা এলাকার ঘটনা। সেখানে চাষের জন্য একটি কুয়ো কেটে রাখা ছিল। রাতের অন্ধকারে সেই কুয়োর মধ্যে পড়ে যায় হস্তি শাবক। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদেরও। বনদফতরের কর্মীরা এসে গ্রামবাসীদের সহায়তায় ওই কুয়োর মধ্যে জল ভরে উদ্ধার করে হস্তি শাবকটিকে। এরপর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওই হস্তি শাবকটি সুস্থ রয়েছে বলে জানাচ্ছেন বনকর্তারা। এই মুহূর্তে ওই এলাকায় ১২ থেকে ১৩টি হাতি আছে বলে বনদফতর সূত্রে খবর।


আরও পড়ুন: Mamata on Deucha Pachami Coal Block: ‘গরিবের পেটের ভাত মেরে কাজ করি না আমি’, হোমগার্ড, কনস্টেবল পদে ৫২০০, বললেন মমতা


এর আগে জলপাইগুড়ির নালায় আটকে পড়ে এক হস্তি শাবক। গোটা ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ডুয়ার্সের কারবালা চা বাগানের ঘটনা এটি। ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়, জলপাইগুড়ি অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীসহ বনকর্মীরা উপস্থিত হন। এরপর হস্তি শাবককে নালা থেকে উদ্ধারের চেষ্টা শুরু করা হয়। 


বনকর্মীদের অনুমান কারবালা চা বাগানের পাশেই রেতী জঙ্গল। সম্ভবত সেই জঙ্গল থেকেই দল হাতির সঙ্গে শাবকটি চা বাগানে চলে এসেছিল। তাদের সঙ্গে হস্তিশাবক নালা পার হতে গিয়ে পড়ে যায়। রাতের বেলা কোনও ভাবে বাগানের ডিভিশন লাইনে বাগানের নালায় পড়ে যায় শাবকটি, সেখানেই আটকে যায় হস্তি শাবকটি। কয়েক ঘণ্টার চেষ্টায় হস্তি শাবককে উদ্ধার করে পরদিন সকালে জঙ্গলে ফেরান বন কর্মীরা।