রাণা দাস, পূর্ব বর্ধমান: পর পর দুই নির্বাচনে অশান্তি-হিংসার খবর মিলেছে। তা নিয়ে আগেই সুর চড়িয়েছন বিরোধীরা। আসন্ন পুরসভা নির্বাচনের (WB Municipal Polls 2022) প্রচারেও সেই সুর টেনে নিয়ে গেলেন সিপিএম (CPM) প্রার্থী। বেলার দিকে বোমা পড়তে পারে, তাই সকাল সকাল গিয়ে সকলকে ভোট দিয়ে আসার অনুরোধ জানালে।
পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) দাইহাট (Dainhat News) পুরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে সিপিএম-এর প্রার্থী হয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে স্থানীয়দের কাছে এ ভাবেই ভোট প্রার্থনা করেত দেখা গেল তাঁকে। এলাকার মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কাকিমা,মাসিমা সকাল সকাল ভোট দিয়ে আসবেন। তার পর তৃণমূল (TMC) বোমা মারতে পারে। নিজের ভোট নিজে দিতে সকাল ১১টার মধ্যেই ভোট দিয়ে আসুন।’’
তবে শুধু সিপিএম নয়, পুরভোটের দিন দাইহাট শহরে ভোটগ্রহণের দিন তৃণমূল সন্ত্রাস (Poll Violence) চালাতে পারে বলে ভোটের প্রচারে স্থানীয়দের বলতে শোনা গিয়েছে বিজেপি (BJP) প্রার্থীকেও। তিনিও সকলকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
দাইহাট ৬ নম্বরও য়ার্ডে বিজেপি-র প্রার্থী সিদ্ধান্ত বড়াল। তাঁর স্ত্রী বিনীতা বড়াল আবার প্রার্থী ৫ নম্বর ওয়ার্ডে। প্রার্থী তালিকায় তাঁদের নাম থাকার পর বিস্তর বিতর্ক হয়েছিল সেখানে। বেড়াতে গিয়ে তোলা তাঁদের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়েছিল আচমকাই। তাঁদের কালিমালিপ্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থী-দম্পতি।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮ পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ (Purba Medinipur News)। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন (WB State Election Commission)। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।