প্রদ্যুৎ সরকার, নদিয়া: ফের আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষায় গণ্ডগোলের অভিযোগে বিক্ষোভ (agitation) দেখালেন গ্রামবাসীরা (villagers)। এবার আশাকর্মীকে আটকে বিক্ষোভ (nadia) বীরপুর ২ নম্বর পঞ্চায়েতের গলায়দড়ি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। আশাকর্মীকে উদ্ধার করে।


কী ঘটেছিল?
গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সদস্যার বাড়িতে বসেই আবাস যোজনার সমীক্ষা করেছে শীলা মৈত্র নামে ওই আশা কর্মী। ফলে যোগ্যদের নাম বাদ গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, শীলা মৈত্র আবাস যোজনার সমীক্ষার কাজ বাড়ি বাড়ি গিয়ে না করে পঞ্চায়েত সদস্যা সাবানা ইয়াসমিনের বাড়িতে বসে করেছেন। শুধু তাই নয়। এর ফলে যোগ্যদের তালিকা থেকে নাম বাদ দেওয়া গিয়েছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নামও তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। এদিন ওই আশা কর্মী পুনরায় সমীক্ষার কাজে বেরোলে একটি বাড়িতে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শীলা। একসুর পঞ্চায়েত সদস্য়ারও। গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের নানা প্রান্ত থেকে আবাস যোজনায় ভুরি ভুরি গণ্ডগোলের অভিযোগ সামনে আসছে। তাতেই নয়া সংযোজন নদিয়ার এই ঘটনা। গত কালই যেমন এমন এক অভিযোগে উত্তাল হয়েছিল পূর্ব মেদিনীপুর।


আগেও বিক্ষোভ...
আবাস যোজনা নিয়ে বিক্ষোভের সেই আঁচ গত কাল পৌঁছয় নন্দীগ্রামে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ের ওই বিক্ষোভে সামিল হয় বিজেপি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের, আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান উপভোক্তারা। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় বিজেপিও। পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা।এক ছবি ছিল মুর্শিদাবাদের রানিনগর ২ ব্লকের কালীনগর এক নম্বর পঞ্চায়েত অফিসে। সেখানেও তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস প্লাসে তালিকায় নাম ছিল তাঁদের, কিন্তু সমীক্ষার পর সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ শাসক দলের লোকজনের নাম রয়েছে আবাস তালিকায়। যদিও এবিষয়ে পঞ্চায়েত প্রধানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি প্রধান বা মেম্বারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 


আরও পড়ুন:'জয় শ্রী রাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন', পরামর্শ দিলীপ ঘোষের! পাল্টা দিলেন কুণাল