পার্থপ্রতিম ঘোষ, বাগনান: ৪ দিন পরেও বাগনানে ঝাড়খণ্ডের (jharkhand) অভিনেত্রী খুনের (murder) কিনারা করতে পারল না পুলিশ (police)। অভিনেত্রী রিয়া কুমারীর (riya kumari) স্বামী (husband) ও দেওরকে টানা জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। যদিও সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে এখনও খুনের কথা স্বীকার করেননি দুজনের এক জনও। শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই ঝাড়খণ্ড যাবে তদন্তকারী অফিসারদের একটি দল।
কী জানা গেল?
এর মধ্যেই রিয়ার দাদার অভিযোগের প্রেক্ষিতে তাঁর স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতদের বয়ানে অসঙ্গতি ও কিছু প্রমাণ পাওয়া গিয়েছে যার পরই গ্রেফতারির সিদ্ধান্ত। খুন ছাড়াও বধূ নির্যাতন, পণপ্রথা বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে ওই দুজনের বিরুদ্ধে। রিয়ার স্বামী প্রকাশ কুমারকে হেফাজতে নিয়ে এর মধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত কাল প্রকাশের ভাই সন্দীপকেও হেফাজতে পান তদন্তকারীরা। কিন্তু কে খুন করল, কারা খুন করল সেটাও জানা যায়নি। ধৃতরা অবশ্য এখনও নিজেদের অবস্থানে অনড়। তাঁদের দাবি, খুনের বিষয়ে কিছুই জানেন না। একেবারে গোড়াতেই দাবি করা হয়েছিল, ছিনতাইবাজরাই রিয়া কুমারীকে গুলি করেছিল। কিন্তু সেই ঘটনার পর তিন-চার দিন কেটে গেলেও খুনে ব্যবহৃত অস্ত্রটিও পাননি তদন্তকারীরা। ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। আগামী সপ্তাহে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টও চলে আসবে। দুটি মিলিয়ে দেখার পরই বোঝা যাবে পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে।
কী ঘটেছিল?
বুধবার ভোরে হাওড়ার বাগনানে, জাতীয় সড়কের ওপর খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী। যিনি ইশা আলিয়া নামেও পরিচিত। সন্তানের সামনেই পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে, তাঁকে খুন করা হয়। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেন, তাঁর স্ত্রীকে খুন করেছে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। কিন্তু, রিয়ার দাদা দাবি করেন, রিয়াকে খুন করেছেন, তাঁর স্বামী। প্রকাশ কুমার, তাঁর প্রথম পক্ষের স্ত্রী, প্রকাশের দুই ভাই, সন্দীপ কুমার ও আকাশ কুমারের নামে বাগনান থানায় FIR করেন মৃতার দাদা। অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে। শুক্রবার গ্রেফতার হন তাঁর ভাই। তবে এখনও পর্যন্ত এই খুনের কোনও কিনারা করতে না পারায় চাপে পুলিশও।
আরও পড়ুন:করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমল দেশে, তবুও কেন যাচ্ছে না আশঙ্কা?