তুহিন অধিকারী, পাত্রসায়ের: জ্যাঠার পিণ্ডদান করে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল ভাই ও বোনের। জখম হল একটি শিশু। চোখের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা দেখে উত্তেজিত জনতা মৃতদেহগুলি নিয়ে রাস্তা অবরোধ করে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাল। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বিউর শিবতলা সংলগ্ন এলাকায় (Bankura News)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতুরা গ্রামের বাসিন্দা কৌশিক বৈরাগীর জ্যাঠার মৃত্যু হয় চারদিন আগে। শুক্রবার পিণ্ডদানের কাজ ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রঘুনাথবাটি গ্রামের কৌশিকবাবুর বোন কল্পনা ঘোষ ও তাঁর মেয়ে অনু ঘোষ। অনুষ্ঠান বাড়ির কাজ সেরে দাদা কৌশিক বৈরাগী একটি মোটর বাইকে করে বোন কল্পনা ঘোষ ও ভাগনি অনু ঘোষকে নিয়ে রঘুনাথবাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিউর শিবতলা সংলগ্ন এলাকায় এসে মেন রাস্তায় উঠতেই পিছনদিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে মোটর বাইকটিকে। এর ফলে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় কল্পনা ঘোষের।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় কৌশিক বৈরাগীকে এবং তাঁর ভাগনি অনু ঘোষকে নিয়ে যান ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কৌশিক বৈরাগীকে মৃত বলে ঘোষণা করেন। অনু ঘোষের এখনও চিকিৎসা চলছে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এদিকে দুর্ঘটনার পরেই উত্তেজিত স্থানীয় জনতা কল্পনা ঘোষের মৃতদেহ রাস্তায় ফেলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে।
স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনার একটি মীমাংসা করুক পুলিশ। আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বিউর শিবতলা এলাকায়। তাই এই এলাকায় দুর্ঘটনা নিয়ন্ত্রণ করুক পুলিশ। না হলে এভাবেই প্রাণ হারাতে হবে বহু মানুষকে।
দীর্ঘ সময় পথ অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছান ইন্দাস থানা ও পাত্রসায়ের থানার প্রচুর পুলিশকর্মী এবং র্যাফ। তারপর ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাত্রসায়ের থানায়। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।