ভাস্কর মুখোপাধ্যায় ও আরিত্রিক ভট্টাচার্য, দুবরাজপুর: দুই স্টেশনের মাঝে আয়োজিত মেলায় স্টপেজ দেয়নি ট্রেন। সেই রাগে ট্রেন ভাঙচুর চালাল যাত্রীদের একাংশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার চিনপাই স্টেশনে(Chinpai Agitation)। দুবরাজপুরের আলম বাবার মেলায় ট্রেন না দাঁড়ানোর জন্য ট্রেনে ভাঙচুর চালায় ট্রেনে থাকা যাত্রীদের একাংশ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়াল চিনপাই রেল স্টেশনে।
আরও পড়ুন: Burdwan News: ছেলেধরা সন্দেহে নাবালিকা সহ ২ জনকে বেধড়ক মারধর, তীব্র উত্তেজনা বর্ধমানে
এপ্রসঙ্গে ট্রেনে থাকা যাত্রীরা জানান, প্রত্যেক বছর এই সময় চিনপাই এবং দুবরাজপুর রেল স্টেশনের মাঝের মাঠে আলম বাবার মেলা হয়। তাই এই দুই স্টেশনের মাঝে মেলার জায়গায় লোকাল ট্রেনগুলি স্টপেজ দেয়। যাতে মেলা দেখতে আসা যাত্রীরা সেখানে নামতে বা উঠতে পারেন। কিন্তু, এই বছর সাঁইথিয়া-অন্ডাল লোকাল ট্রেনটি সেই জায়গায় দাঁড়ায়নি। মেলার মাঠ পেরিয়ে চিনপাই স্টেশনে গিয়ে দাঁড়ানোর পর যাত্রীরা ট্রেনে ভাঙচুর চালান। পাথর ছুঁড়ে অনেকগুলি কামরার কাঁচ ভেঙে দেওয়া হয়। পরে সদাইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে যে, যাত্রী বিক্ষোভের কারণে ০৩৫৭৯ অন্ডাল-সাঁইথিয়া লোকাল ট্রেনটি চিনপাই স্টেশনে দুপুর তিনটে ১ মিনিট থেকে তিনটে ৫০ মিনিট পর্যন্ত আটকে ছিল। যাত্রীরা দুবরাজপুর ও চিনপাই স্টেশনের মাঝে হওয়া আলম বাবার মেলায় ট্রেন দাঁড় করানোর দাবি করছিলেন। বিক্ষোভকারীদের সঙ্গে আরপিএফ ও জিআরপির আধিকারিকরা গিয়ে কথা বলেন। আলোচনার পর সমস্ত যাত্রীর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত হতেই ফের ট্রেন চালু হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দুবরাজপুর ও চিনপাই স্টেশনের মাঝে থাকা একটি মাঠে এই সময়ে আলম বাবার মেলার আয়োজন হয়ে থাকে। যাতে যোগ দেওয়ার জন্য বীরভূমের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি জেলার লোক আসেন। তাঁদের পক্ষে ট্রেনে যাতায়াত করাটাই সুবিধার হয়। এবছর মেলার মাঠের কাছে ট্রেনটি না দাঁড়ানোয় অনেক মানুষকে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। তার জেরেই বিক্ষোভ হয় শুক্রবার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।