ঝিলম করঞ্জাই ও সুদীপ্ত আচার্য, কলকাতা : রাজ্যজুড়ে ফেস্টিভ মুড। পার্ক স্ট্রিট (Park Street), বো ব্যারাক থেকে লেকটাউন। সর্বত্রই জনস্রোত। বড়দিনের (Christmas) আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। সামনের সপ্তাহেই বর্ষশেষ ও বর্ষবরণের সেলিব্রেশন। হই-হুল্লোড়ের মাঝে দেখা গেল কোভিড বিধি লঙ্ঘনের সেই চেনা ছবি। কেউ অবলীলায় ঘুরছেন মাস্ক (Mask) ছাড়া। কোথাও ঘুচে গিয়েছে সোশাল ডিসট্যান্সিং (Social Distancing)।
সবমিলিয়ে সাল শেষের আনন্দের মধ্যেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন। উৎসবের মরসুমের মাঝেই ছড়াচ্ছে ওমিক্রন (Omicron) সংক্রমণ। এতেই বাড়ছে উদ্বেগ। কারণ করোনা (Corona) আতঙ্ক থাকলেও ঢিলেমি দেখাচ্ছেন অনেকেই। এই অবস্থায় চিকিৎসকদের (Doctors) সতর্কবাণী, এখনই সাবধান না হলে আরও বাড়তে পারে বিপদ। রোগ দমনে কড়া দাওয়াই দিতে হবে প্রশাসনকে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পাণ্ডা বলেছেন, 'এভাবে বেড়ানো উচিত নয়, এতে বিপদ আরও বাড়বে।' সংক্রামক রোগ বিশেষজ্ঞ অর্পিত সাহা বলেছেন, 'যেভাবে ঘোরাফেরা হচ্ছে তাতে বাড়বে, সতর্ক হওয়া দরকার।'
ইতিমধ্যে বঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্টে (New Variant) সংক্রমিত হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College) এক ইন্টার্ন-সহ ছ’জন। আতঙ্ক রয়েছে রাজ্যজুড়ে। তবুও সাল শেষের ফেস্টিভ্যালের সঙ্গে ভরা পর্যটনের মরসুম। ভ্রমণপ্রিয় বাঙালি বেরিয়ে পড়েছে বিভিন্ন ডেস্টিনেশনে। ভিড় বাড়ছে পর্যটনকেন্দ্রগুলিতে। যার মধ্যেই ছাড়া মনোভাব দেখাচ্ছেন অনেকে। এতেই সিঁদুরে মেঘ দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সামান্য অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনবে বলে বারবার সতর্ক করছেন তাঁরা।
তবে অনেকে বলছেন যথেষ্ট নিয়ম মেনেই তাঁরা উৎসব উদযাপন করছেন। চিকিৎসকরা বলছেন, সতর্কতা মেনেই আনন্দে গা ভাসাতে হবে, নাহলে ঘটতে পারে বড় বিপদ। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করে লেখেন, ডেল্টার (Delta Variant) চেয়ে অন্তত তিন গুণ বেশি সংক্রমণ হতে পারে ওমিক্রনে।
আরও পড়ুন- বিদেশযাত্রা না করেও ওমিক্রন, তবে কি গোষ্ঠী সংক্রমণ শুরু রাজ্যে?