গৌতম মণ্ডল, গঙ্গাসাগর: পুজো শুরুর মুখে আবারও নদী বাঁধে বড়সড় ধস নামায় আতঙ্কের প্রহর গুনছে গঙ্গাসাগরবাসী (Gangasagar News)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়াকুমার রায়। তড়িঘড়ি শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজও।


আরও পড়ুন: Kakdwip Kachuberia Vessel Service: দাবি মতো বোনাস না মেলায় কর্মবিরতি কাকদ্বীপ-কচুবেড়িয়ার ভেসেল কর্মীদের, ভোগান্তিতে যাত্রীরা


স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আচমকা দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কুশতলায় হুগলি নদীর বাঁধে ২০০ মিটার ধস নিয়ে নেমে যায়। যার জেরেই আতঙ্কে রয়েছেন ওই এলাকার মানুষজন। গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির ফলে মাটির তৈরি নদী বাঁধ দুর্বল হয়ে পড়েছিল। যার ফলেই এই নদী বাঁধে ধস নেমেছে বলে মনে করছেন এলাকার মানুষজন। এদিকে বেলা বাড়ার পর  জোয়ারের জল ঢুকতে শুরু করেছে নদী বাঁধে তৈরি হওয়া ফাটল দিয়ে। 


আরও পড়ুন: Jaynagar News: জয়নগরকাণ্ডে এবার কল্যাণী এইমসে ময়নাতদন্ত, পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের


সমুদ্রের নোনা জলে ধানের জমি ও পানের বরজ সবকিছুই নদীর জলের তলায় চলে যেতে বসেছে। ইতিমধ্যেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। অন্যদিকে মাটি কেটে নদী বাঁধ মেরামতের চেষ্টা চালানো হচ্ছে। 


আরও পড়ুন: Kakdwip Kachuberia Vessel Service: দাবি মতো বোনাস না মেলায় কর্মবিরতি কাকদ্বীপ-কচুবেড়িয়ার ভেসেল কর্মীদের, ভোগান্তিতে যাত্রীরা


প্রসঙ্গত উল্লেখ্য, কুশতলা এলাকায় প্রায় এক হাজারেরও বেশি পরিবার বসবাস করে। পুজোর মুখে এইভাবে নোনা জল ঢুকে ধান চাষের জমি থেকে পানের বরজ নষ্ট হয়ে গেলে চরম ক্ষতির মুখে পড়বে ওই এলাকার মানুষজন। তারই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদের। এর মধ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষরা। কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে চাষের ফসল রক্ষা করবে সেই চিন্তা নিয়েই এখন চিন্তায় রয়েছেন তাঁরা। ফের বৃষ্টি হলে কী হবে সেই চিন্তায় এখন দিন কাটছে তাঁদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jaynagar Case: 'তদন্ত পরে হতো, ৩ মিনিটের রাস্তা, পুলিশ গেলে মেয়েটা বেঁচে যেত', CBI তদন্ত চাইছেন জয়নগরের নির্যাতিতার পরিবার