পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Hospital Doctor Death) ক্রমশ বাড়ছে প্রতিবাদের ঝাঁজ। কলকাতায় সারাদিনই মিছিল করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকারা। সোমবার দুপুরে ডাঃ কুণাল সরকার ও ডাঃ সুবর্ণ গোস্বামীকে তলব করার প্রতিবাদে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে লালবাজার পর্যন্ত যাওয়ার কর্মসূচি ছিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চের। সেই মিছিলকে আগেই আটকে দেওয়া হয়। এবার আরজি কর কাণ্ডের বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ জানানো হল বাঁকুড়ায় (Bankura)।


আরও পড়ুন: RG Kar News: বাড়ছে আন্দোলনের তেজ! 'উই ওয়ান্ট জাস্টিস', আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে চিত্রশিল্পী-সঙ্গীতশিল্পীরা


স্থানীয় সূত্রে জানা গেছে, 'তিলোত্তমা'-কে নৃশংসভাবে খুনের বিচার চেয়ে সোমবার অভিনব প্রতিবাদ জানালেন বাঁকুড়ার সরকারি কর্মচারী, চিকিৎসক, শিক্ষক ও বুদ্ধিজীবীরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বিশাল মিছিল হল। মিছিলের মধ্যেই দেখা গেল রাস্তায় জায়গায় জায়গায় হাতে স্টেথোস্কোপ নিয়ে শুয়ে পড়ছেন প্রতিবাদী এক তরুণী। তদন্তকারীরা কোনও খুনের ঘটনায় যেভাবে মৃতদেহের চারিদিকে চিহ্নিতকরণের ছবি এঁকে দেন। সেভাবেই রাস্তার মোড়ে মোড়ে শুয়ে পড়ার পর প্রতিবাদী তরুণীর দেহের চারিদিকে এঁকে দেওয়া হল রক্তাক্ত তিলোত্তমার প্রতীক। তবে সোমবারের মিছিল থেকে শুধু তিলোত্তমার খুনিদের শাস্তি চাওয়াই নয়, আরজি কর কাণ্ডকে ধামাচাপা দিতে যারা সক্রিয় ছিল তাদেরও বিচারের দাবি জানানো হয়।


প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য। প্রতিদিনই বিক্ষোভ সংগঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদ কর্মসূচি চলছে। ইতিমধ্যে ন্যায় বিচারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন অনেকে। এদিকে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিরোধীদের পাশাপাশি রাজ্যের সমস্ত ব্লকে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূলও। যা নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Vikram Chatterjee: 'পুরুষ হিসেবে, মানুষ হিসেবে ব্যর্থ', রাখি উদযাপন নয়, 'বিচার' চেয়ে বোনের সঙ্গে ছবি পোস্ট বিক্রমের