মুম্বই: তাঁর কাজ ছিল টিকিট চেকিংয়ের। বিনা টিকিটে যাত্রীরা ট্রেনে যাত্রা করছে কি না সেটা দেখার কথা ছিল। অথচ এই কাজটি করতে গিয়েই চরম হেনস্থার শিকার হতে হয় এক টিকিট চেকারকে। চাকরি করতে গিয়ে যে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা স্বপ্নেও ভাবেননি ওই TTE। 


কী হয়েছিল? 


বৈধ টিকিট না থাকার জন্য জরিমানা দিতে বলায় মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে চরম হেনস্থা হতে হয় টিটিই-কে। ট্রেনের কামরাটি ছিল প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। চার্চগেট থেকে ভিরার যাচ্ছিলেন ওই যাত্রী।  


যখন চিফ টিকিট ইন্সপেক্টর জসবীর সিং জানতে পারলেন যে যাত্রীর কাছে এসি লোকালের টিকিট নেই, তখন তিনি তাকে জরিমানা দিতে বলেন। অনিকেত ভোসল নামে ওই যাত্রী জরিমানা নিয়ে তর্ক শুরু করে। এরপর আচমকাই ওই টিটিই-কে মারতে শুরু করেন ওই যাত্রী। টিকিট ইন্সপেক্টরের শার্টও ছিঁড়ে ফেলে বলে অভিযোগ।                                                                


জানা গিয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জসবীর সিং। এমনকী এও অভিযোগ যে, ওই সময় তাঁর পকেট থেকে টাকাও তুলে নেওয়া হয়। টিকিট জরিমানা বাবদ তাঁর কাছে ১৫০০ টাকা ছিল বলে জানা যায়। 






আরও পড়ুন, ভারতের 'নিরামিষ খাবার'-এ মজছে পাকিস্তান, মাটনের বদলে 'Soya Biryani' খেতে লম্বা লাইন!


এদিকে ট্রেনে এই ঘটনার জন্য  ট্রেনটি বোরিভালি স্টেশনে থেমে যায়। প্রথমে রেল আধিকারিকরা ওই যাত্রীকে ট্রেন থেকে নেমে যেতে  বলে। কিন্তু তিনি নামতে অস্বীকার করায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কর্মীরা তাকে নালাসোপাড়া স্টেশনে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায়। 


এরপর এই ঘটনার প্রেক্ষিতে ভুল স্বীকার করেন এবং লিখিত ক্ষমা চান। তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের না করার আর্জি জানান। এমনকী টিটিই-কে ১৫০০ হাজার টাকাও দেন জরিমানার টাকা বাবদ। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে