অভিজিৎ চৌধুরী, মালদা: ভাইয়ের বাড়িতে ঘুরতে আসই যেন কাল কাল হল! ভাইয়ের বাড়ি ঘুরতে এসে একটি ভুট্টার জমি থেকে দু-তিনটে ভুট্টা (corn) তুলেছিলেন এক ব্যক্তি। আর তাতেই জমির মালিকদের রোষের মুখে পড়তে হল তাঁকে। তুমুল কথা কাটাকাটি পর জমির মালিকরা ওই ব্যক্তিকে পিটিয়ে খুন (beaten to death) করছে বলে অভিযোগ উঠল ওই ব্যক্তিকে। বাংলা-বিহার সীমান্ত এলাকায়, মালদা জেলায় (Malda) ঘটা এই পাশবিক ঘটনায় এখনও পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা ও বিহারের সীমান্ত এলাকায় অবস্থিত ভাইয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন একটি ব্যক্তি। স্থানীয় এলাকায় ঘুরতে এসে একটি ভুট্টার জমি থেকে দু-তিনটি ভুট্টা তুলেছিলেন এক ব্যক্তি। আর তাতেই জমির মালিকদের রোষের মুখে পড়তে হল তাঁকে। পিটিয়ে খুন করা হল মাঝবয়সী ওই ব্যক্তিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায়। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক অভিযুক্ত। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সাদলিচকে। মৃত ব্যক্তির নাম জামালউদ্দিন (৪০)। বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায়।
দু-দিন আগে জামালউদ্দিন তাঁর ভাই কামালউদ্দিনের বাড়িতে ঘুরতে আসেন। কামালউদ্দিনের বাড়ি বাংলা-বিহার সীমান্তে কুমেদপুর লাগোয়া আজমনগর থানার অন্তর্গত বাটনারাহি গ্রামে। ভাইয়ের বাড়িতে ঘুরতে এসে শুক্রবার রাতে সাদলিচকে একটি ভুট্টার জমি থেকে দু-তিনটি ভুট্টা ছেঁড়ে জামালউদ্দিন। বিষয়টি দেখার পরেই জমির মালিকরা ওই ব্যক্তিকে পিটিয়ে মারে। এমনটাই অভিযোগ ভাই কামাল উদ্দিনের।
তিনি লোকমুখে জানতে পারেন তাঁর দাদা ভুট্টার জমির পাশে একটি সেতুতে পড়ে রয়েছেন। তারপরই গিয়ে তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কামালউদ্দিন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় তদন্তে নেমে নাসিম নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জানা যাচ্ছে, আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: BJP Foundation Day 2024: ৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস BJP-র, জানুন এর ইতিহাস
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।