Realme Smartphone: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি (Realme 12X 5G) ফোন। এবার আরও একটি নতুন ফোন লঞ্চের আভাস দিয়েছে রিয়েলমি (Realme) সংস্থা। বেশ তাড়াতাড়িই এই ফোন (New Realme Smartphone) ভারতে লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে। তবে কোন ফোন রিয়েলমি ভারতে লঞ্চ করবে এবং কবে লঞ্চ করবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে, রিয়েলমি জিটি ৬- (Realme GT 6) এই ফোন ভারতের বাজারে দ্রুত লঞ্চ হতে পারে। বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস (BIS)। এপ্রিল মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি ৬, এমনটাই অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি ইন্ডিয়া (Realme India) এক্স মাধ্যমে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করেছে। এক্স মাধ্যমে প্রকাশিত টিজার অনুসারে রিয়েলমির এই নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। 


 






রিয়েলমি জিটি ৬ 


এই ফোন পরিচালিত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এক্স জেন ৩ প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে ৫৫০০ এমএএইচের একটি ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 


রিয়েলমি ১২এক্স ৫জি 


এই ফোনে ৬.৭২ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি একটি IPS LCD স্ক্রিন যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। 


রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন- ভারতে আসছে ভিভো এবং আইকিউওও- এর দু'টি নতুন ফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে?