সমীরণ পাল, বসিরহাট: জমি নিয়ে বিবাদের (Land clash) জেরে দু-পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষের জেরে মৃত্যু হল একজনের। মৃতের নাম সাইফুদ্দিন মোল্লা। অন্যদিকে এই ঘটনায় উভয়পক্ষের ১২ জন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (South 24 Parganas) বসিরহাট (Basirhat) মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের হাড়োয়ার (Haroa) আন্দুলিয়া এলাকা।


আরও পড়ুন: Mamata Banerjee: ‘তিন মাস ধরে নির্বাচন হয় কখনও শুনেছেন’? ‘বাবু-বিবি’দের আক্রমণ মমতার


স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়োয়ার শালিপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন মোল্লা ও ছাদেক মোল্লার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি ও জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে। প্রথমে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। তারপর উভয়পক্ষের লোকেরা একে অপরের উপরে দাঁ, কুড়ুল ও লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর জেরে শুরু হয় তুমুল মারামারি। কিছুক্ষণ পরে উভয়পক্ষের মারামারির জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় সাইফুদ্দিন আলি মোল্লার। আর মারামারির জেরে জখম হন কমপক্ষে আরও ১২ জন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। 


আরও পড়ুন: Mamata Banerjee: 'এখন থেকেই বলছে জেলে পুরবে, উল্টো টাঙিয়ে দেবে, জিতলে কী করবে ভাবুন'! মমতার নিশানায় BJP


হাড়োয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, মারামারির খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ও মারামারিতে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। দু-পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশও মোতায়েন করা হয়েছে। প্রতিবেশীরা বলছেন, ওই দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। শনিবার তা চরম আকার ধারণ করে। তবে শেষ পর্যন্ত যে খুনোখুনি হবে তা বোঝা যায়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।