Mamata Banerjee: 'এখন থেকেই বলছে জেলে পুরবে, উল্টো টাঙিয়ে দেবে, জিতলে কী করবে ভাবুন'! মমতার নিশানায় BJP

Lok Sabha Elections 2024: শনিবার জলপাইগুড়ির ডাবগ্রামে দলের নির্বাচনী প্রচারে যান মমতা।

Continues below advertisement

ডাবগ্রাম: দলের নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে হুঁশিয়ারি দিয়েছেন, তার বিরুদ্ধে এবার সুর চড়ালেন মমতা। তাঁর মতে, এসব হুমকি, হুঁশিয়ারি উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে চলতে পারে, কিন্তু বাংলায় চলবে না। বিজেপি-কে কেন ভোট দিচ্ছেন মানুষ, এই প্রশ্নও তোলেন মমতা। (Mamata Banerjee)

Continues below advertisement

শনিবার জলপাইগুড়ির ডাবগ্রামে দলের নির্বাচনী প্রচারে যান মমতা। সেখান থেকেই বিজেপি-কে নিশানা করেন তিনি। মমতা বলেন, "প্রধানমন্ত্রী এসে বলছেন, 'নির্বাচনের পর বেছে বেছে জেলে পুরব'। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 'সবকো লটকা দেঙ্গে'। আমি বলি, ঝটকা দেঙ্গে।  এসব নিজেদের নিয়ম, নিজেদের কাছে রাখুন। গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থানে চললেও, বাংলায় এসব চলবে না।" (Lok Sabha Elections 2024)

সম্প্রতি জলপাইগুড়িতে সভা করতে এসে ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন বলে মন্তব্য করেন মোদি। বালুরঘাটে এসে আবার অমিত শাহকে বলতে শোনা যায়, “সবাইকে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।” সেই প্রসঙ্গ টেনেই এদিন মমতা বিজেপি-কে আক্রমণ করেন। বিজেপি গোটা দেশে মাফিয়া-রাজত্ব চালাচ্ছেন বলে অভিযোগ করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘তিন মাস ধরে নির্বাচন হয় কখনও শুনেছেন’? ‘বাবু-বিবি’দের আক্রমণ মমতার

নির্বাচনের আগে বিজেপি ধর্মকে ইস্যু করে নেমে পড়ে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। তাঁর বক্তব্য, "নির্বাচনের আগে আসবে, আর বোট নিয়ে চলে যাবে। ধর্মে ধর্মে ভোট, কেন ভোট দেন ওদের? আমি হিন্দু নই! আমার পদবীটা না থাকলে আরও খুশি হতাম। শুধুমাত্র মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম তাহলে।"

বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে বলে অভিযোগ করে মমতা বলেন, "আপনারা বিবেকানন্দ, রামকৃষ্ণের হিন্দু ধর্মে বিশ্বাস করেন না, রবীন্দ্রনাথের ধর্মে বিশ্বাস করেন না, বিরসা মুন্ডার ধর্মে বিশ্বাস করেন না, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষায় বিশ্বাস করে না। বাবাসাহেব আম্বেডকরের সংবিধানকে তছনছ করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে দেশটাকে। না জেতার আগেই বলছে বেছে বেছে জেলে পুরব। তাহলে ভাবুন জিতলে কী করবে।"

বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে গুলি চলার ঘটনার উল্লেখের পাশাপাশি, এদিন মমতা জানান, মালদার হাবিবপুরে কয়েক দিন আগে একজনকে খুন করেছে BSF. তিনি জানান, গুলি করে অনুপ্রবেশকারী বলে চালিয়ে দিচ্ছে BSF. কে অনুপ্রবেশকারী, কাগজপত্র আছে কি না, তা দেখার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশকে তা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কেন গুলি চালাবে BSF, প্রশ্ন তোলেন তিনি।

বিধানসভা নির্বাচনে ২০০ পারের ডাক দিয়ে যেমন ১০০-ও পেরোতে পারেনি বিজেপি, এবার ৪০০ পারের ডাক দিলেও, তারা ২০০ পেরোবে না বলেও দাবি মমতার।

Continues below advertisement
Sponsored Links by Taboola