কলকাতা : ৯ দিনে ৮ বার বাড়ল পেট্রোপণ্যের (Fuel Price) দাম। লিটারে ৮৪ পয়সা দাম বাড়ল পেট্রোলের। ৫ রাজ্যের ভোট মিটতেই লাগাতার মূল্যবৃদ্ধি ! ৯ দিনে ৮ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! সেই সঙ্গে চড়চড়িয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও! সিলিন্ডারপ্রতি রান্নার গ্যাসের দামও ইতিমধ্যেই এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছে।
পাঁচ রাজ্যে ভোট মিটতেই লাগামছাড়া জ্বালানির দাম। পেট্রোলের দাম ফের রেকর্ড ছুঁল।
- কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১১০ টাকা ৫২ পয়সা।
- লিটারপ্রতি ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হল ৯৫ টাকা ৪২ পয়সা।
- এই নিয়ে গত ৯ দিনে জ্বালানির দাম ৮ বার বেড়েছে।
- গত ৮ দিন প্রায় ৬ টাকার কাছাকাছি দাম বাড়ল পেট্রোলের।
- এই ক’দিনে ডিজেলের দাম বেড়েছে ৫ টাকা ৬৩ পয়সা।
উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ করে পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। আর ৫ রাজ্যের ভোটের ফল বেরোনোর ১১ দিনের মাথায় দাম বাড়তে শুরু করে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের। তাহলে ভোট এলেই কোন জাদুতে পেট্রোপণ্যের দাম বাড়ানো বন্ধ হয়ে যায়? আর ভোটে বিজেপি জিতে যেতেই কেন দাম বাড়ানো শুরু হয়ে যায়? পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, মঙ্গলবার হাজরা মোড় থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীরা।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে, দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। জ্বালানির জ্বালা বাড়ানোর জন্য মোদি সরকারকে দুষেছে কংগ্রেস। ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যে ‘মেহঙ্গাই মুক্ত ভারত’ অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস।