সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ফের দাম বাড়ল জ্বালানির (Fuel)। ১৬ দিনে এই নিয়ে ১৪ বার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। বুধবার থেকে ফের দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের।


কলকাতায় কত দাম:
বুধবার থেকে ফের কলকাতায় লিটার প্রতি পেট্রোলের (Petrol) দাম বাড়ছে ৮৪ পয়সা। কাল থেকে কলকাতায় লিটার প্রতি ডিজেলের (Diesel) দাম বাড়ছে ৮১ পয়সা। বুধবার থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৫ টাকা ১২ পয়সা। এবং কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৯.৮৩ টাকা।


দাম নিয়ে প্রতিবাদ:
প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। প্রতিদিনই রেকর্ড গড়ছে জ্বালানি। দামের চাপে হাসফাঁস সাধারণ জনতার। লাগাতার দাম বৃদ্ধি নিয়ে বারবার সরব হচ্ছে বিরোধী দলগুলি। রাস্তায় নেমে প্রতিবাদও হচ্ছে। জ্বালানির লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে, সোমবার ঢাকুরিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ফাঁকা সিলিন্ডারে ফুলের মালা দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপির শাসনকালে গত ৮ বছরে, জ্বালানির দাম কত বেড়েছে? মানুষের উপর বোঝা কত বেড়েছে? তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরে রাহুল গান্ধী ট্যুইটে দাবি করেছেন। ২০১৪ সালে, স্কুটার বা বাইক ফুল ট্যাঙ্ক করতে যেখানে, ৭১৪ টাকা খরচ হত, সেখানে এখন তাঁর ১ হাজার ৩৮ টাকা খরচ হচ্ছে। অর্থাৎ, এই সময়কালে খরচ বেড়েছে ৩২৪ টাকা। একই ভাবে, ছোট গাড়ির ফুল ট্যাঙ্ক তেল ভরার খরচ বেড়েছে প্রায় তেরশো টাকা। ট্রাক্টরের ক্ষেত্রে জ্বালানির খরচ বেড়েছে আঠারশো টাকার বেশি। ট্রাকে ফুল ট্যাঙ্ক জ্বালানি ভরার খরচ সাড়ে ৭ হাজার টাকার বেশি বেড়েছে।    


করের চাপ:
পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কর বাবদ এক্সাইজ ডিউটি (Duty) নেয়। রাজ্য সরকারগুলি সেলস ট্যাক্স অথবা ভ্যাট নেয়। ভারতের বিভিন্ন রাজ্যে একজন গ্রাহক ১০০ টাকার পেট্রোল কিনলে, তার মধ্যে ৩৪ টাকা থেকে ৫৩ টাকা অবধি শুধু কেন্দ্র ও রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়! কিন্তু, পেট্রোপণ্যের দাম দিনে দিনে ভয়ঙ্কর রেকর্ড ভাঙার পরও, কোনও সরকার কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।


আরও পড়ুন: বাংলাদেশ সরকারের ওষুধ মিলছে কাঁথি মহকুমা হাসপাতালে, কিন্তু কীভাবে?