ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: সাইবার প্রতারণার (Cyber Crime) নতুন কৌশল। টার্গেট শপিং মল (Shopping Mall) রেলস্টেশনের চার্জিং স্টেশনে চার্জে বসানো স্মার্টফোন (Smart Phone)। পুলিশ সূত্রে খবর, চার্জিং মেশিনে চিপ লাগিয়ে ফোনের তথ্য হাতিয়ে প্রতারণা জাল বুনেছে প্রতারকরা। লালবাজারের (Laalbazar) সাইবার ক্রাইম (Cyber Crime) এবং রাজ্য পুলিশের বিভিন্ন থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এই সংক্রান্ত একাধিক অভিযোগ।


শপিং মল, কিম্বা রেল স্টেশনের চার্জিং পয়েন্টে চার্জ দিচ্ছেন? বাইরে বেরিয়ে মোবাইল ফোনের চার্জ (Mobile Charge) ফুরিয়ে গেলে কী করেন? শপিং মল, কিম্বা রেল স্টেশনের চার্জিং পয়েন্টে চার্জ দিয়ে নেন? খুব সাবধান, সেখানেও জাল বিছিয়েছে প্রতারকরা! সাইবার প্রতারণার নতুন কৌশল। টার্গেট চার্জিং স্টেশনে চার্জে বসানো স্মার্টফোন। যার ফলে, কোনও লিঙ্কে ক্লিক না করলেও কারও সঙ্গে ওটিপি (OTP) শেয়ার না করলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে উধাও হতে পারে টাকা।


পুলিশ সূত্রে খবর, বিভিন্ন শপিং মল ও রেলস্টেশনে যে পাবলিক চার্জিং স্টেশন থাকে সেখানে যন্ত্রের মধ্যে চিপ লাগিয়ে দিচ্ছে প্রতারকরা। তার সাহায্যে চার্জে বসানো স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। এভাবে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি ফোনের গ্যালারির ছবি বিকৃত করে ও অশ্লীল ছবি ঢুকিয়ে দিয়ে ব্ল্যাকমেল করছে প্রতারকরা। ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম ও রাজ্য পুলিশের বিভিন্ন থানায় এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে।


এই কৌশল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের: পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণার (Cyber Crime) নতুন এই কৌশল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের । লালবাজার (Laalbazar) সূত্রে খবর, ইতিমধ্যেই কত মানুষ প্রতারিত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোন চক্র রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ।


ব্যারাকপুরে ব্যাঙ্ক প্রতারণা: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারণার শিকার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এক মহিলা । বিধাননগর সাইবার ক্রাইম (Bidhannagar Cyber Crime brunch) থানার হাতে গ্রেফতার প্রতারণা চক্রের মূল পাণ্ডাসহ তিনজন । উদ্ধার ২০০টি কম্পিউটার, ৪০টি মোবাইল ফোন, ডেবিট কার্ড, সহ অসংখ্য নথি। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।


আরও পড়ুন: Murshidabad News: সাংগঠনিক জেলার কমিটি নিয়ে ক্ষোভ, জঙ্গিপুরেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’