দীপক ঘোষ, কলকাতা: ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হচ্ছে রাজ্যে (Plastic Usage)। মঙ্গলবার সেকথা জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চলতি বছরের জুলাই থেকেই চালু হচ্ছে এই নিয়ম। রাজ্যের মোট ১ হাজার ২৬টি প্লাস্টিক উৎপাদনকারী সংস্থাকে ইতিমধ্যেই এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন ফিরহাদ। 


প্লাস্টিক ব্যবহার নিয়ে কড়া রাজ্য প্রশাসন


প্লাস্টিকের প্যাকেট বা ক্যারিব্যাগে কত মাইক্রন পুরু হতে হবে, তার মাপ নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সম্প্রতি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় যে, ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নিচে সমস্ত প্লাস্টিকের ক্যারিব্যাগ, র‍্যাপার, ব্যবহার করা নিষিদ্ধ। জানিয়ে দেও হয় যে, ৫০ মাইক্রনের নিচে প্লাস্টিকের কাপ, প্লেট, প্যাকেট ব্যবহার করা যাবে না।


আরও পড়ুন: Howrah : দিনেদুপুরে শিক্ষিকার ফ্ল্যাটে চুরি ! পিছনে পরিচিত কেউ ?


তার পরেও বিধিনিষেধ অগ্রাহ্য করেই যথেচ্ছ ব্যবহার চলছিল ৫০ মাইক্রনের নিচের প্লাস্টিক। এ বার রাজ্য সরকারের তরফে এ বিষয়ে তৎপরতা দেখানো হল। প্লাস্টিক দূষণ নিয়ে চিন্তার অন্ত নেই।  নেতা-মন্ত্রী, তারকা থেকে পুলিশ, ফি বছর পরিবেশ দিবসে প্লাস্টিক ব্যবহারে সচেতনতার বার্তা  দিতে দেখা যায় সকলকেই। কিন্তু পরিস্থিতিত পাল্টায়নি।  তাই এ বার প্রশাসনকেই উদ্যোগী হতে হল বলে মনে করা হচ্ছে। 


নিয়মভঙ্গে বিক্রেতা-গ্রাহক দু'জনকেই জরিমানা


এর আগে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (Central Pollution Control Board) সাফ জানিয়ে দেয় যে, ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করলে বিক্রেতাকে ৫০০ টাকা এবং ক্রেতাকে ৫০ টাকা করে জরিমানা দিতে হবে।