নয়াদিল্লি: দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে (Rouse Avenue Court) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বড় ধাক্কা। অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেল ইডি।
রাউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রতর বড় ধাক্কা
দিল্লি যাত্রা আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে বড়সড় ধাক্কা অনুব্রত মণ্ডলের। তাঁকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেল ইডি। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি এনে জেরা করতে পারবে ইডি। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের আর্জি।
ধোপে টিকল না সওয়াল, দিল্লি যেতেই হচ্ছে কেষ্টকে। অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেল ইডি। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে খারিজ অনুব্রত মণ্ডলের আর্জি। দিল্লি নিয়ে গিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে কেষ্টকে পেশ করার নির্দেশ।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে একইভাবে দিল্লিতে আনা হয়েছিল। দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। সেক্ষেত্রে নিম্ন আদালতের (রাউস অ্যাভিনিউ কোর্ট) রায় বহাল থাকে।
আরও পড়ুন: Duare Sarkar : আপনার দুয়ারে সরকার কবে, কোথায় ? একে ওকে জিজ্ঞাসা করার দরকার পড়বে না
সম্প্রতি, অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন দুটি ফেরত পাওয়া যাবে কিনা, জানতে চান তাঁর আইনজীবী। বিচারক সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে জানতে চান, মোবাইল ফোনগুলি কী অবস্থায় আছে। সিবিআইয়ের আইনজীবী জানান, সেগুলির পরীক্ষা চলছে। এখনই ফেরত দেওয়া সম্ভব নয়। অনুব্রত এজলাসে থাকাকালীন দিল্লির তিহাড় জেল থেকে ভার্চুয়ালি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। ২২ ডিসেম্বর সায়গলকে ফের ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দেন বিচারক। গরুপাচার মামলার তদন্তে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছে সিবিআই।