কলকাতা: 'তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ', পোস্ট নরেন্দ্র মোদির। আগামীকাল বাংলায় আসার আগে এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'একমাত্র বিজেপিই উন্নতি করতে পারে, নিশ্চিত মানুষ। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন। ১৮ জুলাই দুর্গাপুরে সভা, যোগদান করুন।'

আরও পড়ুন, 'পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারেনি..', শিয়ালদায় দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ

নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে মঞ্চস্থল পরীক্ষা

শুক্রবার বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি। তাঁর আগে বুধবার দুর্গাপুরে চরম ব্য়স্ততা দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের মধ্য়ে। দোকানদার থেকে পথচারীদের মধ্য়ে হ্য়ান্ড বিল বিলির পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে মঞ্চস্থল পরীক্ষা করা হয়, নিয়ে আসা হয় বোম স্কোয়াডও। ক্য়ালেন্ডারে ৭-৮ মাস বাকি থাকলেও, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে!রাজনীতির পারদ চড়ছে পরপর হাইভোল্টেজ কর্মসূচিতে!

সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে 

বুধবার বিজেপি শাসিত রাজ্য়ে বাঙলাভাষীদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিল করল তৃণমূল। একই দিনে অনুপ্রবেশ ইস্য়ুতে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন শুভেন্দু অধিকারী!এরপর সামনেই রয়েছে তৃণমূলের একুশে জুলাই। তবে তার আগে শুক্রবারই রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি!দুর্গাপুরে তাঁর সভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে!স্নিফার ডগ নিয়ে দফায় দফায় সভাস্থল পরীক্ষা করা হয়। আসে বম্ব স্কোয়াডও। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়,  সকলেই ছিলেন এখানে।

'প্রত্যেকটা জিনিস ফেলিওর হয়েছে', তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, 'দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এত বছর ১৫ বছর হতে চলল, একটা প্রতিশ্রুতিতে উনি কাজ করেননি। প্রত্যেকটা জিনিস ফেলিওর হয়েছে। সেখানে তাঁর এই সাংসদের এইসব কথা আমার মনে হয় মুখে মানায় না। আর উনি তো বাইরের লোক। উনি তো জানেনই না। উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কী করে জানবেন বাংলায় কী হচ্ছে? বাঙালি অস্মিতাকে সামনে রেখে পথে নেমেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে। এবার পাল্টা নরেন্দ্র মোদি কী বলেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)