কলকাতা : দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে (Kshetriya Panchayati Raj Parishad) ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সংসদের বাদল অধিবেশনে তাঁর বক্তব্যে যেমন বৃহস্পতিবার ছত্রে ছত্রে উঠেছিল বাংলার রাজনীতির প্রসঙ্গ, তেমনই শনিবারও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল বাংলার ভোট হিংসার কথা । শনিবারও ক্ষুরধার বাক্যে বারবার মোদি বিদ্ধ করলেন রাজ্য সরকারকে। বললেন পঞ্চায়েত ভোটের সময় 'তৃণমূল যে ভাবে রক্ত নিয়ে খেলেছে, তা দেশ দেখেছে'। প্রধানমন্ত্রীর অভিযোগ, পঞ্চায়েত ভোটে তৃণমূল ভোটারদের হুমকি দিয়েছে ' জীবন নরক বানিয়ে দেবে বলে' 
 
শনিবার ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। বলেন তৃণমূল গুন্ডাদের নিয়োগ করেছিল ভোট গণনার দিন বুথ দখল করার জন্য। তিনি আরও বলেন,' বিজেপি কর্মীদের আত্মীয়দেরও ছাড়েনি তৃণমূল। ভোটের দিন তৃণমূলের তোলাবাজরা ছাপ্পাবাজ হয়ে যায়। ব্যালট বাক্স নিয়ে পালায় তৃণমূল কর্মীরা। ভোটের জয়ের পরেও প্রাণঘাতী হামলা হচ্ছে' 


'৮ ই জুলাইয়ের নির্বাচনের দিন তো বটেই, মনোনয়ন থেকে ভোটদান, সর্বত্র সন্ত্রাস  চালিয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থীর মনোনয়নে বাধা দিতে সবকিছু করেছে তারা। শুধু বিজেপি কর্মীদের নয়, ভোটারদেরও হুমকি দেওয়া হয়েছে' অভিযোগ প্রধানমন্ত্রীর। 


এরপর পঞ্চায়েত ভোটে যেসব বিজেপি প্রার্থীরা সাফল্য পেয়েছেন, তাঁদের প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতির পরেও বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। যারা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করেন, আপনারা তাঁদের মুখোশ খুলে দিয়েছেন। বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে তৃণমূলকে আক্রমণ করে মন্তব্য নরেন্দ্র মোদির । 


দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে বঙ্গে এসেছেন জে পি নাড্ডাও । বাংলা, বিহার, ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জেলা পরিষদ সভাধিপতিদের নিয়ে বিশেষ এই কর্মশালায় অংশ নেন তিনি । কলকাতায় ফিরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা দেবেন নাড্ডা। এরপর সন্ধেয় নিউটাউনের হোটেলে রয়েছে একাধিক বৈঠক। দিল্লি ফেরার আগে রবিবারও একগুচ্ছ রয়েছে নাড্ডার।  


বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে গ্রামের ভোটারদের মন জয়ের লক্ষ্য় গেরুয়া শিবিরের। সেই লক্ষ্যেই এই শিবির, মনে করছেন বিশেষজ্ঞরা।  


আরও পড়ুন :                 


'দুই তিন রাত হস্টেল আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে', ছাত্রদের মুখে সেই দিনগুলোর ভয়াবহতা