নয়াদিল্লি :  লোকসভা ভোটের মুখে আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে আরও একটি নতুন বন্দে ভারত পাচ্ছে বাংলা। দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে বারাণসী, মুম্বই থেকে আমদাবাদ, মাইসুরু থেকে চেন্নাই, কাসারগোড থেকে তিরুঅনন্তপুরম এবং এখন থেকে বিশাখাপত্তনম থেকে সেকন্দ্রাবাদ সহ ছয়টি রুটে দুটি বন্দে ভারত ট্রেন চলাচল করবে। গুজরাতের আমদাবাদ থেকে সেমি হাইস্পিড ট্রেনগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 


নতুন এই রুটগুলি হল -



  • আমদাবাদ থেকে সেন্ট্রাল মুম্বই (Ahmedabad-Mumbai Central)

  • সেকন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম (Secunderabad-Visakhapatnam)

  • মহীশূর থেকে চেন্নাই ( Mysuru- Dr. MGR Central Chennai)

  • পটনা থেকে লখনউ (Patna- Lucknow)

  • নিউ জলপাইগুড়ি থেকে পটনা (New Jalpaiguri-Patna)

  • পুরী থেকে বিশাখাপত্তনম (Puri-Visakhapatnam)

  • লখনউ থেকে দেহরাদুন (Lucknow - Dehradun)

  • কালানবুড়ি থেকে বেঙ্গালুরুর M Visvesvaraya Terminal ( Kalaburagi – Sir M Visvesvaraya Terminal Bengaluru )

  • রাঁচি থেকে বারাণসী ( Ranchi-Varanasi )

  • খাজুরোহে থেকে দিল্লি ( Khajuraho- Delhi, Nizamuddin) 

    এ ছাড়াও সম্প্রসারণ হওয়া আগের চারটি বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর হাত ধরে রেলের যে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস হবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে ওয়ান স্টেশন-ওয়ান প্রডাক্ট। এর মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন হস্তশিল্পকে সংশ্লিষ্ট এলাকার স্টেশনে তুলে ধরা হবে। যা প্রান্তিক হস্তশিল্পীদের জন্য আয়ের দরজা খুলে দেবে।