শুভেন্দু ভট্টাচার্য, আলিপুরদুয়ার: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আজ আলিপুরদুয়ারে জনসভা রয়েছে তাঁর। বাগডোগরা থেকে পৌঁছলেন কপ্টারে। আর এদিন মোদিন সভায় যোগ দেওয়ার পথে দিনহাটা-শীতলকুচিতে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল।

বিজেপি কর্মীদের উপর 'হামলা': আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা, যাওয়ার পথে কোচবিহারের দু’ জায়গায় বিজেপি কর্মীদের বাধা। দিনহাটায় বাস ভাঙচুর, শীতলকুচিতে টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা থেকে বাসে করে আলিপুরদুয়ার যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, শিমুলতলায় তাঁদের বাসে হামলা চালায় তৃণমূলের লোকজন। অন্যদিকে, শীতলরকুচির কদমতলায় টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। দিনহাটায় স্থানীয় সমস্যা নিয়ে বাস ভাঙচুর হয়েছে। দুটো ঘটনায় দলীয় যোগ অস্বীকার তৃণমূলের।

অপারেশন সিঁদুরের পর বিভিন্ন রাজ্য় সফর শুরু করেছেন নরেন্দ্র মোদি। তুলে ধরছেন অপারেশন সিঁদুরের সাফল্য়। হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানকে। এই আবহেই বৃহস্পতিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্য়ারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক ও তারপর রাজনৈতিক সভা করবেন তিনি। খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল হয়েছে। আলিপুরদুয়ারে সময়ের আগেই পৌঁছন প্রধানমন্ত্রী। বাগডোগরা থেকে হেলিকপ্টারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য ১ হাজার ১৭ কোটি টাকার সিটি গ্যাস সরবরাহ পরিযোজনা প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। আড়াই লক্ষের বেশি পরিবারকে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হবে। এরপর এই মাঠেই রয়েছে সভা। আলিপুরদুয়ারে সভা সেরে বিকেলে হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে পাটনার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। 

রাজ্য সফরে আসার আগে গতকালই তৃণমূলকে আক্রমণের সুর বেঁধে দেন খোদ নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় লেখেন, "আগামীকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ বিজেপির জনসভাকে সম্বোধিত করব। গত এক দশকে NDA সরকারের বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে পশ্চিমবঙ্গবাসী। একইসঙ্গে তারা তৃণমূলের দুর্নীতিগ্রস্থ ও খারাপ শাসনে ক্লান্ত।'' পাল্টা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে এই পোস্টে তারা লিখেছে, "পরিযায়ী পাখি যখন মরসুমি সফরে বাংলায় আসছে, তখন একটা সহজ প্রশ্ন উত্তর দিলেই হয়। কেন রাজ্য় সরকারের হকের বকেয়া ১.৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না?''