উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার। পঞ্চায়েত ভোটের টিকিট থেকে শুরু করে, আবাসের ঘর পাইয়ে দেওয়া, টোল ট্যাক্সের নামে তোলাবাজির অভিযোগ! অভিযোগ, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ভোটের টিকিট বা আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন কর্মীদের কাছ থেকেই। বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তোলা হয়েছে। পোস্টার নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত শাসক-নেতা।
যেকোনও ধরণের বিজ্ঞাপন দিতেই টানানো হয় পোস্টার। তা সে সিনেমা হোক কিংবা ভোটের প্রচার। অতীতে কিছু অপরাধমূলক ইস্যুতেও পোস্টার দেখা গিয়েছে। কখন মুক্তিপণের দাবি জানিয়েও গাছের উপর পোস্টার বসানো হয়েছে অতীতে। তবে ইদানিংকালে, রাজনৈতিক ব্যাক্তিদের শায়েস্তা করতেও পোস্টারের ব্যবহার করা হচ্ছে। কখনও ভোটের পর বিধায়কের দেখা না মিললে, সেই পোস্টারে লেখা হচ্ছে নিখোঁজ বিধায়ক। তবে এবার তোলাবাজির অভিযোগে বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার !
সম্প্রতি বসিরহাট উত্তর বিধানসভার TMC বিধায়কের নামেও পড়েছিল নিখোঁজের পোস্টার ! এখানেই শেষ নয়, রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ঠিক আগেই তৃণমূল নেত্রী তথা মন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তুলে পড়েছিল পোস্টার। 'খাদ্য প্রতিমন্ত্রীর এত জায়গা জমি হল কীভাবে?'-সহ একাধিক প্রশ্নের মুখে রাখা হয়েছিল জ্যোৎস্না মাণ্ডিকে। তালডাংরা বিধানসভা এলাকায় 'সাধারণ জনগণ'এর নামে সাদা কাগজের উপর হাতে লেখা পোষ্টার ওই পোষ্টার ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল।
ওই পোষ্টারগুলিতে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। যার মধ্যে 'খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির এত জায়গা জমি হল কীভাবে?' থেকে শুরু করে তাঁর 'শোরুমগুলো কীভাবে হল ?', 'জঙ্গল মহলের আদিবাসীদের রেশনের কাটমানির টাকা কোথায় গেল ?', 'তালবেড়িয়ায় কোটি কোটি টাকার রিসর্ট হল কীভাবে' বলেই প্রশ্ন তোলা হয়েছে। যদিও রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার দিল বিষয়টি স্পষ্ট ছিল না কারও কাছেই।
আরও পড়ুন, দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও, কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।