কলকাতা: রাত পোহালেই বাঙালির নববর্ষ। হালখাতা, লক্ষ্মী-গনেশ পুজো, আর মিষ্টির প্যাকেটে জমজমাট সকাল। নব রবিকিরণে এক শুভ সূচনা। কিন্তু আপনার কি আপনজন দূরে রয়েছে? বাংলা নববর্ষের শুরুর দিনটাই খুব মনে পড়ছে তাঁকে? স্যোশাল মিডিয়ার যুগে যদিও কিছুই দূরে নয়, সবই এক ক্লিকের তফাতে। তাই এই শুভদিনটায় চটপট উইশ করে দিন তাঁকে। 



  • বিদায় রাগিনী বাজিয়ে গেল জীর্ণ পুরানো বর্ষ। নববর্ষ আনবে সকল রকম হর্ষ।

  • শুভ নববর্ষ ১৪৩০ তোমার সব দুশ্চিন্তা,  দূর করে মনে আনো হর্ষ, নতুন আলোয়, নতুন আশায়। তোমাকে জানাই শুভ নববর্ষ

  • সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও, নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে, শুভ নববর্ষ


রবীন্দ্রনাথের গানেও শুভেচ্ছা জানাতে পারেন প্রিয়জনকে।



  • এসো হে বৈশাখ... শুভ নবর্ষের শুভেচ্ছা

  • যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক... নববর্ষের শুভেচ্ছা

  • নব আনন্দে জাগো, নব আনন্দে জাগো, আজি নব রবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি ও উজ্জ্বল নির্মল জীবনে....শুভ নববর্ষ ১৪৩০

  • হে নূতন, দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ!


এ ছাড়াও বিভিন্ন স্যোশাল সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিনটারেস্ট, শেয়ারচ্যাটেও প্রচুর কার্ড পাবেন নববর্ষের। সেগুলো পাঠিয়েও শুভেচ্ছা জানাতে পারেন আপনি। 


নববর্ষ আসতে বাকি আর মাত্র কটা দিন। খাওয়া-দাওয়া তো রয়েছেই। সঙ্গে, এই বিশেষদিনে নিজেকে সাজাতে ভুলবেন না। কীভাবে সাজবেন? সেই পরামর্শই দিচ্ছেন জিজাইনাররা। বাইরে তীব্র গরম। তাই নববর্ষের ফ্যাশনে এমন পোশাক রাখুন যা গরমে আপনাকে আরাম দেবে। তাই এমন ফ্যাব্রিক বাছুন, যা পরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এমন ফ্যাব্রিক বেছে নেবেন না যা গরমে অস্বস্থির উদ্রেগ করবে। তা যে কোনও পোশাকই বাছুন না কেন, অবশ্য়ই তীব্র গরমের কথা মাথায় রাখবেন। এর পাশাপাশি মাথায় রাখতেই হবে রঙের কথা। সকালের তীব্র গরমে অবশ্য়ই হালকা রঙের পোশাক পরুন। তবে সন্ধেবেলা পোশাকে গাঢ় রঙ ব্য়বহার করতে পারেন। এই সময়ে খাদি ও সুতোর পোশাকই ব্যবহার করা শ্রেয়। ফ্যাশনে নতুনত্ব আনতে ব্য়বহার করতে পারেন প্রিন্টেড পোশাক। অন্য়দিকে,সাজে অভিনবত্ব আনতে ব্য়বহার করতে পারেন মানানসই অ্যাকসেসারিজ। 


কেমন হবে নববর্ষের সাজ? জানাচ্ছেন ডিজাইনার অভিষেক নাইয়া


তীব্র গরমে অবশ্য়ই আরামদায়ক ফ্যাব্রিক বেছে নিন। যা আপনাকে সম্পূর্ণভাবে স্বাচ্ছন্দ্য় দেবে। সুতি বা খাদির পোশাক ব্য়বহার করতে পারেন।  তবে ডিজাইনার অভিষেক নাইয়া বিশেষভাবে উল্লেখ করলেন পোশাকের রঙের কথা। যে কোনও হালকা রঙের পোশাক নববর্ষের ছিল আপনি বেছে নিতে পারেন। পাশাপাশি পোশাক বাছার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ক্য়ারি করার কথা। এমন স্টাইলই বাছুন যা আপনি সহজে ক্যারি করতে পারবেন। তবে এবছর নিজেকে সবার থেকে আলাদা করতে বেছে নিন সলিড রঙের পোশাক।সাজ সম্পূর্ণ করতে ভরসা রাখুন মাননসই অ্য়কসেসারিজে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য় রেখে বেছে নিন অ্য়কসেসারিজে। ব্য়াগ হোক বা জুতো। চুলের ক্লিপ হোক বা হাতের চুড়ি সবেতেই রাখুন বাঙালিয়ানার ছোঁয়া।