কলকাতা: DA আন্দোলনে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠনের বিধানসভা অভিযানে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ (Kolkata Police)। ধৃত ৪৬ জনকে নিজেদের হেফাজতে চেয়ে আজ ব্যাঙ্কশাল আদালতে (Banksal Court) আবেদন জানানো হবে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা - কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা, ৩২৩ ধারা - পুলিশকর্মীকে মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা - হিংসা ছড়ানো, ৫০৯ ধারা - মহিলা পুলিশকর্মীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি এবং ৫০৬ ধারা - হুমকি, এই সমস্ত জামিন অযোগ্য ধারায় DA আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

এই বকেয়া ডিএ (DA) নিয়ে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে সেই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার এই সরকারি কর্মচারীরা, আন্দোলনে নেমেছিলেন, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ’র দাবিতে। সেই অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৫ শতাংশ কম ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। DA নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে।

সেই অনুযায়ীও, রাজ্য সরকারি কর্মীরা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৪ শতাংশ পিছিয়ে। DA সংক্রান্ত মামলায় এ বছরের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। কিন্তু, সময়সীমা শেষের আগেই ১২ অগাস্ট, ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, হাইকোর্টে যায় রাজ্য। ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে   হলফনামা দিয়ে, রাজ্য সরকার দাবি করে, সরকারি কর্মীদের কোনও DA বকেয়া নেই! ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে পুরনো রায় বহাল রাখে দেয় আদালত। এর পর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হয় রাজ্য সরকার। 

পরিসংখ্যান বলছে, ষষ্ঠ বেতন কমিশন অনুসারে এখন বাংলার সরকারি কর্মীরা মূল বেতনের ৩ শতাংশ DA পান। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার ৩৮ শতাংশ হারে DA দেয়। বাম শাসিত কেরল দেয় ৩৬ শতাংশ হারে। কংগ্রেস শাসিত রাজস্থান সরকার দেয় ৩৪ শতাংশ। বিজেপি শাসিত গুজরাত ২৮ শতাংশ। আরজেডি-নীতীশ-কংগ্রেস শাসিত বিহারও ২৮ শতাংশ হারে। বিজেপি শাসিত কর্ণাটক ২৭.২৫ শতাংশ।  কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় সরকার ২২ শতাংশ হারে DA দেয়।

আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রতর এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তির খোঁজে তল্লাশি CBI-এর