পার্থপ্রতিম রায়, কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR পুলিশের (Police)। তৃণমূল নেতা (TMC Leader) শেখ শাহজাহানের (Seikh Shahajahan) বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) বিরুদ্ধে মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ (Police)।                                       


অভিযোগে উল্লেখ, গতকাল না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ED-র অফিসাররা। এ ছাড়াও, সন্দেশখালির ঘটনায় আরও দুটি FIR হয়েছে। ED-র অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। বেপরোয়া অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা করেছে ন্যাজাট থানার পুলিশ। সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। 


এদিকে, এর আগেই সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ED। গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে ই মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগে উল্লেখ, কোর্ট ওয়ারেন্ট নিয়ে গতকাল রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে ED-র আধিকারিকরা আক্রান্ত হন। যদিও ইডির বিরুদ্ধে উল্টো সুরই বলা হয়েছে পুলিশের এফআইএর-এ।                                             


আরও পড়ুন, বাম আমলে হাতেখড়ি! তৃণমূলে 'কেরিয়ারে' রকেট গতি! কেমন এই শাহজাহানের 'সাম্রাজ্য'?


মারধর, গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ED-র অফিসারদের মোবাইল ফোন, ল্যাপটপ, টাকাপয়সা ও গোপনীয় নথিও ছিনতাই করা হয়। ৩ জন ED আধিকারিক হাসপাতালে ভর্তি। পূূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি। ED সূত্রে দাবি, পুলিশের কাছে অভিযোগের সঙ্গে হামলার সময়ের ফুটেজ পাঠানো হয়েছে। যাতে হামলাকারীদের শনাক্ত করা সহজ হয়। সূত্রের খবর, এই ঘটনায় প্রয়োজনে NIA তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে ED।                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে