Sheikh Shahjahan Profile: বাম আমলে হাতেখড়ি! তৃণমূলে 'কেরিয়ারে' রকেট গতি! কেমন এই শাহজাহানের 'সাম্রাজ্য'?

নিজস্ব চিত্র
Sandeshkhali ED Attack: তাঁর এতটাই প্রভাব-প্রতিপত্তি যে তাঁর নির্দেশ ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না গোটা এলাকায়। কেমন এই শাহজাহানের সাম্রাজ্য?
কলকাতা: তাঁর রাজনৈতিক জীবনের যখন হাতেখড়ি হয়েছিল, তখন রাইটার্স বিল্ডিংয়ে বাম সরকার। রাজ্যে বাম সরকারের সূর্য যখন প্রায় অস্তগামী। সেই সময় থেকেই সিপিএমের থেকে দূরত্ব শুরু করেন তিনি।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে