পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ২ মে ঠিক কী হয়েছিল রাজভবনে? ফুটেজ ধরে অনুসন্ধান শুরু করল পুলিশ। ঘটনার দিনের ৮ ঘণ্টার সিসি ফুটেজ (West Bengal Governor CCTV) হাতে এসেছে পুলিশের। সূত্রের খবর, রাজভবনের প্রত্যাখ্যানের (Governor C V Ananda bose) পর পূর্ত দফতরের ফুটেজ পেয়েছে পুলিশ।
কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, রাজভবনের দোতলা থেকে কাঁদতে কাঁদতে নামছিলেন মহিলা। একতলায় নামার সময় পিছনে থেকে কথা বলার চেষ্টা করছিলেন এক মহিলা। ভিযোগকারিণীর পিছনে ছিলেন আরও ৩জন। কারা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন? জানতে চায় লালবাজার? পরিচয় জানতে চেয়ে সিসিফুটেজের স্ক্রিন শট রাজভবনে পাঠিয়েছে পুলিশ, এমনও জানা গেল। পূর্ত দফতর সূত্রে খবর,
রাজ্যপালের ঘর, সভাকক্ষ, করিডরে সিসি ক্যামেরা নেই। তবে লালবাজার সূত্রে যতটুকু জানা যাচ্ছে তাতে পুলিশের কাছে যাওয়ার আগে রাজভবনের এক বিশেষ সচিবের কাছে গিয়েছিলেন অভিযোগকারিণী। সেই সময় বিশেষ সচিবের ঘরে এক চিকিৎসকও ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এবার রাজভবনের স্পেশাল সেক্রেটারি, চিকিৎসক, সুপার ভাইজারকে তলব করা হয়। যদিও সূত্রের খবর, পুলিশের তলব সত্ত্বেও কেউ আসেননি।
অভিষেকের মন্তব্য...
এদিনই, মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে রাজ্যপালকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে অভিষেককে বলতে শোনা যায়, 'ওঁর এত ভয় কেন?...করিডোরের ভিডিও দেখান। আপনার চেম্বার থেকে যখন অভিযোগকারিণী বেরোচ্ছেন, ক্ষমতা থাকলে সেই ভিডিও প্রকাশ করুন।' সঙ্গে সংযোজন, 'আপনি সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধিকে বেছে নিয়েই দেখান, তৃণমূলকে দেখাতে হবে না। আইনি পথে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে যা ইচ্ছা তাই করবেন? আপনি আইনের ঊর্ধ্বে? আপনার মেয়ের থেকেও ছোট, এতটা নিষ্কৃষ্ট। এঁদের বিরুদ্ধে যত কম বলা যায়, তত ভাল।' প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, 'এর আগেও বহু রাজ্যপাল দেখেছি। বাংলা-বিরোধী রাজ্যপাল দেখেছি। আগে জগদীপ ধনখড় ছিলেন। কিন্তু এত নিচে যে কেউ নামতে পারেন যে মেয়ের বয়সি একজনকে চাকরি দেওয়ার নাম করে শ্লীলতাহানি করতে পারে?... আমি রাজ্যের সাংবিধানিক প্রধান, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বলে যা ইচ্ছা তাই করব, হতে পারে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:এখনই থামছে না বর্ষণ, ফের কখন ঝমঝমিয়ে বৃষ্টি? জানাল হাওয়া অফিস