ঝিলম করঞ্জাই, কলকাতা: রাতে ফের দক্ষিণবঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি (Rain Forecast)। কলকাতাসহ সব জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে টানা বৃষ্টি। রবিবারের পর থেকে কমবে বৃষ্টি, বাড়তে শুরু করবে তাপমাত্রা। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।     


কেমন থাকবে আবহাওয়া? 


সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (Weather Update)। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে। রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে। আজ ও কাল ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 


দক্ষিণবঙ্গের আবহাওয়া: 



  • শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই ৬ জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে।

  • দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

  • মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে; তাপমাত্রা বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই।                  


উত্তরবঙ্গের আবহাওয়া: 



  • উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। 

  •  সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Calcutta High Court: হিডকোর জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের