কোচবিহার: একজন মহিলাকে হেনস্থার ঘটনায় কর্তব্যরত পুলিশ আধিকারিক জগদীশ ঘোষকে ক্লোজ করল কোচবিহার (Coochbehar)জেলা পুলিশ। এপ্রসঙ্গে কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ওই আধিকারিককে ক্লেজ করা হয়েছে। করা হচ্ছে বিভাগীয় তদন্তও।
গতকাল অর্থাৎ সোমবার এক মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায় এক মহিলাকে গলা টিপে চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে তুলছেন ওই পুলিশ আধিকারিক। সালিশি সভায় এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ নেয়নি অভিযোগ।
আজ অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে নাটাবাড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ধরনায় বসলেন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মমতাজ খাতুন নামে ওই মহিলা নাটাবাড়ির চড়ালজানি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ গত ন তারিখ তাঁদের পারিবারিক বিবাদ নিয়ে একটি সালিশি সভা বসে। সেই সভাতে স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম তাঁকে মারধর করে। এরপর বারে বারে তুফানগঞ্জ থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তাঁর কোনও অভিযোগ নেয়নি। তাই আজ বাধ্য হয়ে বিচার পেতে নাটাবাড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে ধরনায় বসেন ওই মহিলা। পরে পুলিশ এসে তাঁকে তুলে দেয়। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি বিষয়টি দেখা হবে এবং অভিযুক্ত জাহাঙ্গীর আলম তাদের দলের কর্মী নয় বলে দাবি করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল এক মহিলাকে চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে ওঠান এক পুলিশ অধিকারিক। এই ঘটনার ভিডিও নিজেদের ক্যামেরায় বন্দি করে নেন ঘটনাস্থলে থাকা কিছু মানুষ। পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই নিন্দার ঝড় বয়ে যায়। অবিলম্বে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে শাস্তি দেওয়ার দাবি করেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির খবর পেয়ে তদন্তে নামে জেলা পুলিশও। শেষ পর্যন্ত ঘটনাটির জন্য দায়ী ওই পুলিশকর্মীকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয় জেলা পুলিশের তরফে। শুরু করা হয় বিভাগীয় তদন্তও। নির্যাতিতা মহিলাকে সুবিচার পাইয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্তও করা হয়েছে কোচবিহার প্রশাসনের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।