কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনে বিজেপি (BJP) যুবমোর্চার (Yuva Morcha) মঞ্চ খুলল পুলিশ (Kolkata Police)। অনুমতি না থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পুলিশের তরফে। প্রতিবাদে দফায়  বিক্ষোভ দেখায় বিজেপি যুবমোর্চা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিজেপি যুব মোর্চা। 


দফায় দফায় উত্তেজনা: বুধবার থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচির জেরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। সব মিলিয়ে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে কার্যত রাজনীতির রণাঙ্গনে পরিণত হল এই শিক্ষাক্ষেত্র। আজ ফের একই ছবি দেখা গেল যাদবপুরে। প্রতিবাদ মিছিল, সভায় দিনভর সরগরম রইল বিশ্ববিদ্যালয় থেকে থানা চত্বর। বিভিন্ন কর্মসূচি নিয়ে পথে নামল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন! এসবের মাঝেই, বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার তুমুল উত্তেজনা ছড়াল যাদবপুরে!


 থানার সামনে অবস্থান: এ দিন যাদবপুর থানার সামনে অবস্থানে বসে বিজেপি। এরপরেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি বাধে। বেশ কয়েকজন বিজেপি কর্মীদের আটক করে পুলিশ। বিজেপির প্রতিবাদ মঞ্চ খুলে দেয় পুলিশ। অনুমতি না থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানানো হয় পুলিশের তরফে। ফের মঞ্চ তৈরি করে বিজেপি। অবস্থানমঞ্চের সামনেই ধর্নায় বসেন তাঁরা।


বুধবার মঞ্চ তৈরি করে বিজেপির যুব মোর্চা: র‍্যাগিংয়ের অভিযোগে ছাত্র-মৃত্য়ুর ঘটনার প্রতিবাদে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ৩ নম্বর গেটের সামনে বুধবার মঞ্চ তৈরি করে বিজেপির যুব মোর্চা। যেখানে বৃহস্পতিবার এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে ওই মঞ্চ খুলে দেয়  পুলিশ। মঞ্চ খোলা শুরু হতেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্য়ানে।


এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে জড়ো হন আরও অনেকে। পৌঁছে যান গেরুয়া শিবিরের আরও নেতা-কর্মী।  যাদবপুর থানার সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় অবস্থান-বিক্ষোভ। তাঁদের দাবি, শনিবার পর্যন্ত সভামঞ্চের অনুমতি দিয়েছে পুলিশ। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, অনুমতি দেওয়া হয়নি।                                            


আরও পড়ুন: Ashokenagar Ragging : 'ইউনিয়ন রুমে ডেকে মারধর, গালিগালাজ', এবার অশোকনগরের কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ পড়ুয়ার