গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মিটে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha Election 2024)। ফল প্রকাশিত (Loksabha Election Results) হয়েছে ৪ জুন। তবে এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence)। এবার মথুরাপুর লোকসভায় (Mathurapur Loksabha Seat) ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল। তৃণমূলের (TMC) ব্লক সম্পাদক ও অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ উঠল। ঠিক কী ঘটেছে।


ভোটপরবর্তী হিংসার ঘটনা এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে


মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের তির ISF-এর দিকে।                      


গতকাল, অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ গঙ্গাধরপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, সেই সময়ে ব্যক্তিগত প্রয়োজনে তৃণমূল নেতা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে মনিরুদ্দিন হালদার নামে ওই দুষ্কৃতী। পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা। পরে ঢোলাহাট থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহত নেতার সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। এই ঘটনায় ISF-কে কাঠগড়ায় তুলছে ঘাসফুল শিবির। যদিও ISF-এর দাবি, লোকসভা ভোটে মথুরাপুরে তারা ভাল ফল করায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।


আরও পড়ুন: Road Accidents: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান! ২ জেলায় পথ দুর্ঘটনায় মৃত মোট ৫


প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের দিন, অর্থাৎ ৪ জুনের আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল খোলে রাজভবন। পঞ্চায়েত ভোটে পিসরুমের পর এবার 'জন মঞ্চ' পোর্টাল চালু করা হয় রাজভবনের তরফে। বলা হয় ইমেল এবং ফোনের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। ভোট মিটতেই জেলায় জেলায় সন্ত্রাসের অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় হুমকি অগ্রাহ্য করে বিজেপিকে ভোট দেওয়ায় জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হুগলির চুঁচুঁড়ায় বিজেপির এসসি মোর্চার নেতাকে চড় মারার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই আবহে এবার ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল চালু করে রাজভবন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।