কলকাতা: বিধানসভার সামনে বিজেপির বিক্ষোভে ঢুকে পড়ল তৃণমূল বিধায়কের গাড়ি! মূল্যবৃদ্ধির জেরে বিধানসভার সামনে আলু বিক্রি করে প্রতীকী প্রতিবাদ বিজেপির। আর বিজেপির প্রতিবাদ চলাকালীন ওই স্থানে আচমকাই ঢুকে পড়ে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি বলে অভিযোগ। অভিযোগ, বিধানসভার গেটের সামনে রাখা একটি টেবিলে ধাক্কা লাগে। 'বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা মারে শাসক বিধায়কের গাড়ি', অভিযোগ বিজেপির, অস্বীকার জয়নগরের তৃণমূল বিধায়কের।
মূলত অগ্নিমূল্য় বাজারে আলুর দাম কমাতে কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী। বার্তা পেয়েই শহর থেকে জেলায় অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। তার পরেও সবজির দাম খুব একটা কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। এই পরিস্থিতিতে কি রাজ্য়ের বাজারে আলুর ঘাটতি দেখা দেবে? আরও কি দাম বাড়বে আলুর? এই সব প্রশ্ন উঠছে।কারণ, অনির্দিষ্টকালের জন্য় কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্য়বসায়ী সমিতি। অগ্নিমূল্য বাজারে জিনিসপত্রের দাম কমাতে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। সেই বৈঠক থেকেই আলুর দাম কমাতে কড়া নির্দেশ দেন তিনি।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, 'বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রাখে অনেক ক্ষেত্রে। মাসে ৬ লক্ষ মতো আলু লাগে ৬ মাসে ৩৬ লক্ষ লাগে। আলু বের করুন। এই আলু রাজ্যের বাইরে বিক্রি হচ্ছে কিনা বর্ডারে চেকিং হবে। গতবারও নতুন আলু আসার পর পুরনো কোল্ড স্টোরেজে ছিল। কেন থাকবে। তাতে পুরনো আলু খারাপও হয়ে যায়। কোনও অজুহাত চলবে না। আলুর দাম কমাতে হবে।'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই নির্দেশের পরই আলু ব্য়বসায়ীদের একাংশের দাবি, আলু বোঝাই করা গাড়ি সীমান্তে আটকে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। শনিবার বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুর ডি চেক পোষ্টে আটকে দেওয়া হয় আলু বোঝাই একাধিক লরি।
আরও পড়ুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ TMCP-র, 'রাজ্যকে অন্ধকারে রেখে..'
প্রগতিশীল আলু ব্য়বসায়ী সমিতির উপদেষ্টা বিভাস দে বলেছেন, 'সরকারের কাছে তথ্য় গেছে, যে ভিন রাজ্য়ে বেশি গিয়ে এই রাজ্য়ে কম আলু থাকছে। আমাদেরকে না জানিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা সাধারণ মানুষের অসুবিধা হবে জেনেও, কর্মবিরতির ডাক দিয়েছি। মুখ্য়মন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসতে চাই।' আলু ব্য়বসায়ী সমিতির এই কর্মবিরতির ডাকে দেখা দিয়েছে আশঙ্কা।কারণ, এর ফলে বাজারে আলুর জোগানে ঘাটতি দেখা দিতে পারে।বাড়তে পারে আলুর দাম।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।