সুনীত হালদার, হাওড়া: আলু সহ (Potato Price Hike) অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণ করতে রাজ্যের টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান। শুক্রবার মধ্য হাওড়ার কালীবাবুর বাজার সহ একাধিক বাজারেও অভিযান চালায়। খুচরো সবজি বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা বলেন। বাজারে মূলত আলুর দামকে কেন্দ্র করেই এই অভিযান হয়।
যৌথ অভিযান: রাজ্য টাস্ক ফোর্সের সভাপতি রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, আলুর পাইকারি দর যেখানে ২৭ টাকা প্রতি কেজি সেখানে ৩০ টাকা কেজি দরে খুচরো বিক্রি করা যাবে। কিন্তু তাঁরা এদিন অভিযান চালিয়ে বুঝতে পারেন ওই বাজারে আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার কারণে আলু ব্যবসায়ীদের তিনি সতর্ক করে দেন। তাঁরা বিক্রেতাদের সঙ্গে যেমন কথা বলেন, তেমনই ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক জানিয়েছেন, স্থানীয় থানাকে নজরদারি রাখার জন্য বলা হচ্ছে। যদি চড়া দামে কেউ আলু বিক্রি করেন এবং সেই অভিযোগ উঠে আসে তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, জ্যোতি আলু এই বাজার থেকেই ৩৫ টাকা প্রতি কেজি কিনতে হচ্ছে যা আগে তুলনায় অনেকটা বেশি। এছাড়া রসুন, আদা, কাঁচা আনাজেরও দাম অত্যধিক হারে বেড়ে গেছে। নাজেহাল অবস্থা ক্রেতাদের। আধিকারিকরা জানিয়েছেন পাইকারি বাজারের দরের সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরো ব্যবসায়ীদের দাম ঠিক করতে হবে।
এর আগে গতমাসে মানিকতলা বাজারে অভিযান চালায় রাজ্য সরকারের টাস্ক ফোর্স। দরদাম যাচাই করে দেখা যায়, জ্যোতি আলু ৩২ টাকার বদলে বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকায়। আর চন্দ্রমুখী আলুর দাম ৩৪ টাকার বদলে নেওয়া হচ্ছে ৩৮-৪০ টাকা। খুচরো ব্যবসায়ীদের কার্যত হুঁশিয়ারি দেন টাস্ক ফোর্সের সদস্যরা। ব্যবসায়ীরা দাবি করেন, তাঁরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনছেন, সেই কারণেই দাম বেড়েছে। ক্রেতারা দাবি করেন, টাস্ক ফোর্সের অভিযান লোক দেখানো। তারা ফিরে গেলেও ফের চড়া দামে বিক্রি হবে আলু।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar News: নিরাপত্তায় CISF, জারি কর্মবিরতি; আরজি করে আজ কলেজ কাউন্সিলের বৈঠক