ঝিলম করঞ্জাই, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ দিলেও, আর জি কর মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও তাঁদের অবস্থানে অনড়। গতকাল থেকে আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে CISF। 


কলেজ কাউন্সিলের বৈঠক: সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। গতকালই আর জি কর মেডিক্যালে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় ও নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা ও সমাধান সূত্র খুঁজতে আজ আর জি কর মেডিক্যালে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকেছেন অধ্যক্ষ। সমস্ত বিভাগীয় প্রধানদের বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও। 


অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে রয়েছে CISF। হাসপাতালের মেন গেট, ট্রমা কেয়ার ইউনিট, জরুরি বিভাগ-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে ২ কোম্পানি CISF জওয়ান। বয়েজ ও লেডিজ হস্টেল-সহ ২৫টি জায়গায় মোতায়েন রয়েছে CISF. আর জি মেডিক্য়াল কলেজের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ। হাপাতালের গেটে এদিন সমন্বয় রেখেই কাজ করতে দেখা গেছে পুলিশ ও CISF-কে। 


গতকাল আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, আর জি কর মেডিক্যালের হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে। হাসপাতালের কর্মীদের মধ্যেও অনেকে ভীত। কাদের নিশানায় তাঁরা? জানতে চান প্রধান বিচারপতি। উত্তরে আন্দোলনকারীদের আইনজীবী জানান, হাসপাতালের প্রশাসনই তাঁদের টার্গেট করছে। এর প্রেক্ষিতে সলিসিটর জেনারেল বলেন, যাঁদের হুমকি দেওয়া হচ্ছে, তাঁদের নাম দিন, গোপন রাখা হবে। আমি নিশ্চিত করছি CISF-কে দিয়ে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকরা আগে কাজে যোগ দিন, প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। কর্মবিরতির জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেয় সর্বোচ্চ আদালত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'জাস্টিস ফর আর জি কর', বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক সিপিএমের