সোমনাথ দাস, ঘাটাল: ঘাটালে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসী হই-চই বাধাতেই টনক নড়ে পুরসভার। কাজ বন্ধের নির্দেশ দেয় পুর কর্তৃপক্ষ। প্রশাসনের ঘাড়েই দায় ঠেলেছেন স্থানীয় নির্দল কাউন্সিলর। বিজেপির কটাক্ষ, শাসকদলের মদতেই বেআইনি নির্মাণ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল।
প্রতিবার বর্ষায় বানভাসি হয় ঘাটাল। একমাসও হয়নি, কালীপুজোর সময় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ঘাটাল শহরের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। সেই ঘাটালেই এবার নিকাশি নালার একাংশ বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুরে এই অনিয়মের ছবি ধরা পড়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৩ কিলোমিটার লম্বা এই নালার ওপর নির্ভরশীল ঘাটাল শহরের বিস্তীর্ণ এলাকা। সেই নিকাশি নালার একটা অংশ বুজিয়েই বড়সড় বাড়ি বানাচ্ছেন স্থানীয় তৃণমূলকর্মী দিলীপ মণ্ডল। পিলার গেঁথে ছাদ ঢালাইয়ের কাজও সেরে ফেলেছেন। গণস্বাক্ষর করে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। ওই ওয়ার্ডের বাসিন্দা আশিস বেরা বলেন, "খালের জল এতদিন ওখান দিয়ে বার হয়েছে। বন্যা হোক, যাই হোক, ওই খালের উপর দিয়ে আমাদের নিকাশি জল বেরিয়ে যায়।যে জায়গায় বাড়ি করছে, তাতে ওই জায়গায় জল আর কোনওদিন নিকাশি হবে না।'' কাউন্সিলর ঝর্না পাখিরা বলছেন, " ওঁকে বারণ করা হয়েছিল। উনি ওঁর মর্জিমতো ঘর তৈরি করছেন। পুরসভায় জানিয়েছি, এবার পুরসভা দেখি কী ব্যবস্থা নেয়। ওঁকে বলা হয়েছে ঘরটা বন্ধ রাখতে, তা সত্ত্বেও উনি কাজ করে চলেছেন।''
অভিযোগ মানতে নারাজ তৃণমূল কর্মী দিলীপ মণ্ডল। তাঁর দাবি, "শ্রেণি পরিবর্তন করার জন্য দরখাস্ত দিই। এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে কারও আপত্তি আছে নাকি। বলেনি, তারা সব আপত্তি নেই বলে সইও করেছিল। অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা।'' ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "প্রায় একটা বছর ধরে উনি এই ধরনের কাজ, এই অবৈধ নির্মাণটা করেই চলেছে একটু একটু করে, ঘাটাল পুরসভার চেয়ারম্যান জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি। এর দায় পুরসভার চেয়ারম্যানকে নিতে হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।