কলকাতা: রানাঘাট স্টেশনের কাছে কাজ চলছে জাতীয় সড়কের। লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে এগোবে রাস্তা। তার জন্য এক সপ্তাহ ট্রেন চলাচল ব্যাহত হবে শিয়ালদা-রানাঘাট রুটে (Eastern Railway)। রানাঘাট (Ranaghat) স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে বন্ধ থাকবে যান চলাচলও। আজ অর্থাৎ, ১৫ জুন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২/২৩ জুন পর্যন্ত মধ্যরাত থেকে কয়েক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হবে বলে রেলের তরফে জানানো হয়েছে (Local Trains)। 


রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি জানানো হয়। বলা হয়, 'রানাঘাট স্টেশনের কাছে, ৫৫/টি লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে চার লেন বিশিষ্ট জাতীয় সড়ক নির্মাণের কাজ চলবে। তার জন্য আগামী এক সপ্তাহ রাত ১২টা বেজে ৪০ মিনিট থেকে ভোর ৩টে বেজে ১০ মিনিট পর্যন্ত, ১৫০ মিনিট বেঁধে দেওয়া হয়েছে'। তার জন্য তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। বন্ধ রাখা হবে লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে যান চলাচলও। 


ওই সময়ে ট্রেন চলাচল এবং লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে জানা গিয়েছে। ১৫ জুন থেকে যে যে ট্রেন বাতিল করা হচ্ছে, সেই তথ্যও প্রকাশ করেছে রেল। জানানো হয়েছে, এই এক সপ্তাহের জন্য শিয়ালদা (Sealdah) থেকে রানাঘাট, আপ ০৩১৩৯ ট্রেনটি বাতিল করা হচ্ছে। 


আরও পড়ুন: Panchayat Election : গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, নির্দেশ হাইকোর্টের


এর পাশাপাশি, বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও কাটছাঁট করা হচ্ছে। আগামী এক সপ্তাহ ডাউন ০৩১৯৮, লালগোলা-শিয়ালদা ট্রেনটি রানাঘাট পর্যন্তই চলবে। শিয়ালদা পর্যন্ত আর যাত্রা করবে না ওই ট্রেন। আগামী এক সপ্তাহের জন্য একাধিক ট্রেনের  সময়সূচিও পাল্টেছে। এর মধ্যে রয়েছে ০৩১৭২ লালগোলা-শিয়ালদা ট্রেনটি। রাত ১০টা বেজে ১৫ মিনিটের পরিবর্তে সেটি রাত ১১টা বেজে ১৫ মিনিটে ছাড়বে লালগোলা স্টেশন থেকে। আপ ০৩১৯১ শিয়ালদা-লালগোলা ট্রেনটি রাত ১১টা বেজে ৩০ মিনিটের পরিবর্তে রাত ১টায় ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। 


এই ট্রেন বাতিল, সময়সূচির পরিবর্তন এবং যাত্রাপথের কাটছাঁটে নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে, বিশেষ করে রাত করে বাড়ি ফেরেন যাঁরা। তবে রেলের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টি মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যাওয়াই রেলের লক্ষ্য বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও প্রার্থনা করা হয়েছে রেলের তরফে।